উদ্দেশ্যপ্রণোদিতভাবে পড়ুয়াদের গুরুত্বপূর্ণ ট্রেনিং থেকে স্কুল বঞ্চিত করতে পারে না: হাইকোর্ট

উদ্দেশ্যপ্রণোদিতভাবে পড়ুয়াদের গুরুত্বপূর্ণ ট্রেনিং থেকে স্কুল বঞ্চিত করতে পারে না: হাইকোর্ট

4bb40f1ffbe2a946a4018a45d1847cf1

কলকাতা: যোগব্যায়াম, শরীরচর্চা এবং এনসিসির মতো গুরুত্বপূর্ণ ট্রেনিং থেকে স্কুল কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের কখনই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বঞ্চিত করতে পারে না। এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। এই সংক্রান্ত এক মামলার শুনানিতে সোমবার এমনটাই জানিয়েছেন, বিচারপতি অনিরুদ্ধ রায়। নির্দিষ্ট একটি স্কুল কর্তৃপক্ষ এবং পরিচালন কমিটির বিরুদ্ধে পড়ুয়াদের বঞ্চিত করে রাখার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন- ‘তিহারে গেলে লুচি-ডাল, কচি পাঁঠার ঝোল বেরিয়ে যাবে…’, বীরভূমে দাঁড়িয়ে কেষ্টকে খোঁচা শুভেন্দুর

হুগলির ভদ্রেশ্বরের তেলনিপাড়া ভদ্রেশ্বর হাইস্কুলে ২০০৮ সাল থেকে এনসিসি’র ট্রেনিং ভালভাবেই চলছিল। কিন্তু ২০১১ সাল এবং ২০১৪ সালের রাজ্য-কেন্দ্র সরকার পরিবর্তন হওয়ার পর থেকে বিষয়টি পরিবর্তিত হল। কেন্দ্রের সরকার পরিবর্তন হওয়ার পর যোগব্যায়াম, শারীরশিক্ষা, স্বাস্থ্য সচেতনতার ওপরও জোর দেওয়া বাধ্যতামূলক হল। এই মর্মে সমস্ত রাজ্যগুলিতে নির্দেশিকা পাঠায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। পশ্চিমবঙ্গেও সেই নির্দেশিকা এসেছিল যে সমস্ত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে যোগব্যাম শরীরচর্চা এবং এনসিসি করা বাধ্যতামূলক। কেন্দ্রের এই ফরমানের রাজ্যের বেশ কিছু স্কুল বিরোধিতা করে এবং এনসিসি’র ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করে। যার মধ্যে অন্যতম তেলনিপাড়া ভদ্রেশ্বর হাইস্কুল।