প্রয়োজনে সেনা! অশান্তি রুখতে রাজ্যকে একাধিক কড়া নির্দেশ আদালতের

প্রয়োজনে সেনা! অশান্তি রুখতে রাজ্যকে একাধিক কড়া নির্দেশ আদালতের

কলকাতা: রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়ে পড়েছে বিগত কিছুদিন ধরেই। প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মা বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এই হিংসার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলায়। বিরোধী পক্ষ রাজ্য সরকারের দিকেই আঙুল তুলেছে পরিস্থিতি সামাল দিতে না পারার জন্য। অন্যদিকে, কলকাতা হাইকোর্টেও মামলা দায়ের হয়েছিল এই ইস্যুতে। এদিন অশান্তি সংক্রান্ত মামলায় আদালত গুরুত্বপূর্ণ নির্দেশ দিল।

আরও পড়ুন- কয়লা পাচার মামলায় CBI-এর দ্বিতীয় নোটিসে সাড়া, নিজাম প্যালেসে শওকত মোল্লা

অশান্তি রুখতে কী পদক্ষেপ, খতিয়ান দিয়ে আদালতে রিপোর্ট আগেই পেশ করেছিল রাজ্য। শান্তি ফেরাতে সেনা নামাতে সওয়াল করা হয়েছিল মামলাকারীদের তরফ থেকে। তবে আজ আদালত রাজ্যকে কড়া নির্দেশ দিয়ে জানাল, যেকোন ধরনের অশান্তি এবং অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। বাস্তব পরিস্থিতির মূল্যায়ন করে রাজ্য যদি মনে করে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাহলে প্রয়োজনে সেনা নামাতে পারে তারা। সম্পত্তি এবং প্রাণহানি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। এছাড়া হিংসার ঘটনার ভিডিও ফুটেজ দ্রুততার সঙ্গে সংগ্রহ করবে রাজ্য।

রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অশান্তির ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতেই ৬ টি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেনা-আধা সেনা নামানো থেকে শুরু করে সিট গঠন সহ একাধিক দাবি তোলা হয়। বুধবার এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। আজ সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দিল আদালত। ইতিমধ্যেই রিপোর্ট পেশ করে অ্যাডভকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে জানিয়েছেন, রাজ্য ভিডিও ফুটেজ জোগাড় করে অপরাধীদের পাকড়াও করার কাজ শুরু করে দিয়েছে। এছাড়া দাবি করেছেন, শেষ ৪৮ ঘণ্টায় কোনও অশান্তির ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 19 =