Aajbikel

কয়লা পাচার মামলায় CBI-এর দ্বিতীয় নোটিসে সাড়া, নিজাম প্যালেসে শওকত মোল্লা

 | 
soakat

কলকাতা:  কয়লা পাচার-কাণ্ডে নিজাম প্যালেসে হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ক৷লা পাচার-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছিল সিবিআই। প্রথমবার সমন এড়ালেও, দ্বিতীয়বার তাতে সাড়া দিয়ে নিজাম প্যালেসে পৌঁছন শওকত। তাঁকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলেই আশাবাদী তদন্তকারী অফিসাররা। 

আরও পড়ুন- ৭ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ রুজিরাকে, 'এত ভয় কীসের', তোপ অভিষেকের

এই মামলায় ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মে মাসের শেষের দিকে শওকত মোল্লাকে তলব করা হয়। কয়লা পাচার কাণ্ডে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে। কিন্তু সেই সময় রাজনৈতিক ও প্রশাসনিক কাজে ব্যস্ত ছিলেন বিধায়থাকায় হাজির হতে পারেননি। তিনি সেই সময় জানিয়েছিলেন, ১৫ দিনের মধ্যে সিবিআই দফতরে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়৷ সেই মর্মে ১৫ দিন সময় চেয়ে  সিবিআইকে মেলও করেছিলেন তিনি। শওকতকে সময় দিয়েই ১২ জুন ফের নোটিস পাঠায় তদন্তকারী সংস্থা। সেই নোটিসে সাড়া দেন তিনি৷ 

কয়লা পাচারকাণ্ডের তদন্ত করতে গিয়ে সিবিআই জানতে পারেন, আসানসোল থেকে অবৈধভাবে খনি থেকে যে কয়লা তোলা হত, তা পৌঁছে যেত রাজ্যের বিভিন্ন জেলায়৷ ক্যানিংয়ে যে ইটভাটা রয়েছে, সেখানেও প্রতি মাসে প্রচুর পরিমাণে কয়লা যেত বলে খবর৷ কয়লা নিয়ে যাওয়ার সময় প্রোটেকশন মানি হিসাবে লাখ লাখ টাকা তোলা হত৷ সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন, এই ঘটনায় বিভিন্ন ব্যক্তির বয়ান রেকর্ড করার সময়েই শওকত মোল্লার নাম উঠে আসে৷ প্রোটেকসন মানি হিসাবে যে টাকা তোলা হত, তা কোনও ভাবে শওকত মোল্লার কাছে পৌঁছেছে কিনা, তা জানতে চায় সিবিআই৷ তবে কয়লাপাচারের সঙ্গে তাঁরা শওকত মোল্লার যোগ পেয়েছেন বলে জানাচ্ছেন সিবিআই আধিকারকরা৷ সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ বলে জানাচ্ছে সিবিআই৷

Around The Web

Trending News

You May like