ED-র আবেদনে সাড়া দিয়ে বিনয় মিশ্রের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি আদালতের

ED-র আবেদনে সাড়া দিয়ে বিনয় মিশ্রের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি আদালতের

কলকাতা:  কয়লা পাচার কাণ্ডে বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানা জারি৷ জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করল পাতিয়ালা হাউজ কোর্ট৷ ইডির আবেদনে সাড়া দিয়ে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে৷ 

আরও পড়ুন- ‘রক্ষিতা’ রত্না! বৈশাখীর দিকে আঙুল না তুলে নিজের ব্যভিচারের দিকে তাকাক, পাল্টা শোভন

ইডি সূত্রে খবর, কয়েক দিন আগে ইডি’র তরফে পাতিয়ালা হাউজ কোর্টে একটি আবেদন জানানো হয়৷ ওই আবেদনে ইডি’র তদন্তকারী অফিসাররা জানান, কয়লা পাচারকাণ্ডে তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য বিনয় মিশ্রকে চারবার নোটিশ পাঠানো হয়েছে৷ কিন্তু তিনি হাজিরা দেননি৷ মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না৷ কোনও ভাবেই বিনয় মিশ্রর খোঁজ পাওয়া যাচ্ছে না৷ এদিকে কয়লা পাচারকাণ্ডে একাধিক কয়লা মাফিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ তাঁদের বয়ানে বিনয় মিশ্রর নাম উঠে এসেছে৷ তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত জরুরি৷ তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক৷ ইডি’র এই আবেদনে সাড়া দিয়েই ওয়ারেন্ট জারি করেন পাতিয়ালা হাউজ কোর্টের বিচারপতি পঙ্কজ শর্মা৷ 

আরও পড়ুন- ৩০-এর লড়াইয়ে কৌশলী তৃণমূল! ঝাঁপাচ্ছে ৪-০’র লক্ষ্যে

প্রসঙ্গত, এর আগে সিবিআই-এর তরফে একই অভিযোগ আসানসোল কোর্টে আনা হয়েছিল৷ সেই অভিযোগের প্রেক্ষিতে বিনয় মিশ্রর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল৷ এবার ইডি-র আবেদনের ভিত্তিতে বিনয় মিশ্রর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা করল পাতিয়ালা হাউজ কোর্ট৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =