কলকাতা: শনিবার অর্থাৎ ৩ ডিসেম্বর শুভেন্দু গড় কাঁথিতে সভা করার কথা আগেই ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু কাঁথিতে ওই সভার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়কের অভিযোগ, তাঁর পরিবারের সদস্যদের হেনস্থা করতেই তাঁর বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা করছে তৃণমূল। তবে আদালত শর্তসাপেক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা করার অনুমতি দিয়েছে।
আরও পড়ুন- যেটা দল দেবে তা নেওয়ার অধিকারও আছে! স্পষ্টবার্তা দিলেন দেবাংশু
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা। তবে তার জন্য কিছু শর্ত পালন করতে হবে। আদালতের নির্দেশ, শান্তিপূর্ণ পরিবেশে সভা করতে হবে। আর পুলিশ সুপার এবং অফিসার ইনচার্জ নিশ্চিত করবেন যাতে কোনও সমস্যা না হয়। এই বিষয়ে আগামী সোমবার রিপোর্ট জমা দেবে রাজ্য, এমনও নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালত এই মামলার শুনানিতে জানিয়েছে, যে কোনও রাজনৈতিক দলের সভা, সমাবেশ করার অধিকার রয়েছে। সেখানে আদালত হস্তক্ষেপ করবে না। তবে বিচারপতি বলেন, কারোর যাতে এই সভাতে সমস্যা না হয় তা নিশ্চিত করবে স্থানীয় পুলিশ-প্রশাসন।
শনিবার অধিকারীদের বাড়ি ‘শান্তিকুঞ্জে’র ১০০ মিটারের মধ্যে শাসকদলের কর্মসূচি রয়েছে। এর বিরোধিতা করে স্থানীয় থানা এবং পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু৷ কিন্তু, তাতে কোনও কাজ হয়নি বলেই অভিযোগ তাঁর। শুভেন্দু অধিকারীকে মামলা করার অনুমতি দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তার মামলার শুনানিতেই এই নির্দেশ।