কলকাতা: ভুঁয়ো চাকরি খুঁজতে আজ বিকেলে বৈঠকে বসছে প্রার্থমিক শিক্ষা পর্ষদ৷ যাঁরা টেটের চাকরি দিয়েছিলেন এবং যাঁরা সেই চাকরি বেআইনি বলে অভিযোগ তুলেছেন, বৈঠকে মুখোমুখি হবেন তাঁরা৷ একসঙ্গে মিলেই তাঁরা হিসাব করে দেখবেন, সত্যিই কত জন বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন প্রাথমিকে৷
আরও পড়ুন- ফের আগুন হলদিয়ার তৈলশোধনাগারে, আহত একাধিক
সোমবার বিকেল ৪টে থেকে কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে ওই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে থাকছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং টেট সংক্রান্ত মামলাকারীদের আইনজীবীরা। জানা গিয়েছে, দু’পক্ষই সমস্ত নথি যাচাই করে দেখবেন ঠিক কত জনকে বেআইনি চাকরি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের ঘনিষ্ঠ ১০ জনকেও বেআইনি ভাবে স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। বৈঠকে সেই বিষয়টির উপরেও আলোকপাত করা হতে পারে।
কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই টেট সংক্রান্ত এই বৈঠকের নির্দেশ দিয়েছিলেন। চাকরিপ্রার্থীদের আশা, এই বৈঠক থেকে সুখবর মিলতে পারে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>