ফের আগুন হলদিয়ার তৈলশোধনাগারে, আহত একাধিক

ফের আগুন হলদিয়ার তৈলশোধনাগারে, আহত একাধিক

হলদিয়া: গত বছরের ডিসেম্বরে আগুন লেগেছিল। এবার ফের একবার হলদিয়ার ইন্ডিয়ান অয়েলের তৈলশোধনাগারে ভয়াবহ আগুন লাগল। জানা গিয়েছে, ইতিমধ্যেই ৩ জন আহত হয়েছেন এই ঘটনায়। ডিলেড ক্র্যাকার ইউনিটে বিধ্বংসী আগুনের ফলে ৩ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গত ডিসেম্বরে এখানেই আগুন লাগার কারণে অগ্নিদগ্ধ হন ৪৪ জন এবং মৃত্যু হয়েছিল ৩ জনের।

আরও পড়ুন- নিশানায় চিন-পাকিস্তান! জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে ‘পরমাণু ত্রিশূল’ সম্পূর্ণ ভারতের

গত বছরের শেষে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক আছে কি না তা খতিয়ে দেখতে মক ড্রিল চলছিল এখানে। পাশেই একটি ভবনে চলছিল ওয়েল্ডিংয়ের কাজ। সেখান থেকে আগুন ছিটকে এসে পড়ে তেলের ট্যাঙ্কারে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। যদিও এবার ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সকলের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। তবে বারবার একি জায়গায় এই রকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + seventeen =