দিলীপে ক্ষুব্ধ কাউন্সিলরের স্বামী! ‘ল্যাম্পপোস্ট’ মন্তব্যে ছাড়তে পারেন দল

দিলীপে ক্ষুব্ধ কাউন্সিলরের স্বামী! ‘ল্যাম্পপোস্ট’ মন্তব্যে ছাড়তে পারেন দল

কলকাতা: খড়্গপুরের দুই নম্বর ওয়ার্ড এলাকায় জল যন্ত্রণা নিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে নিজের রাগ সামলাতে না পেরে স্থানীয় কাউন্সিলরকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখার নিদান দেন তিনি। সেই মন্তব্য নিয়ে বিতর্ক আগে থেকেই ছিল, এবার এই প্রসঙ্গ মুখ খুলে উত্তাপ আরও বাড়ালেন পশ্চিম মেদিনীপুরের জেলা সহ-সভাপতি সুখবীর সিং অটওয়াল। বললেন, দিলীপ ঘোষ যদি ক্ষমা না চান, তাহলে তাঁরা হয়ত দল ছেড়ে দেবেন। তাঁর স্ত্রী ওই ওয়ার্ডের কাউন্সিলর।

জল যন্ত্রণা নিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে মেজাজ হারান দিলীপ। তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে বলেন, বাসিন্দাদের উচিত কাউন্সিলরের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে তাকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখা এবং তার বাড়ির সামনে নোংরা ফেলে আসা। এই ইস্যুতেই পশ্চিম মেদিনীপুরের জেলা সহ-সভাপতি সুখবীর সিং অটওয়াল বলেন, রাজ্য সভাপতি তথা সাংসদ হয়ে একজন মহিলার বিরুদ্ধে এত নোংরা কথা ওঁর মুখে শোভা পায় না। বিজেপি মহিলাদের সম্মান দেয়। দিলীপ ঘোষের উচিত ক্ষমা চাওয়া। তিনি আরও বলছেন, তিনিও এক সময় ওখানে কাউন্সিলর ছিলেন। এখন যখন সমস্যা হচ্ছে তখন দিলীপ ঘোষের উচিত ছিল তাঁকে বা তাঁর স্ত্রীকে ডেকে কথা বলা। কিন্তু তা তিনি না করে সরাসরি এই ধরণের মন্তব্য করলেন। এই প্রেক্ষিতেই তাঁর বক্তব্য, দিলীপ ঘোষ যদি ক্ষমা না চান তাহলে দলে থাকা নিয়ে তাঁরা চিন্তা ভাবনা শুরু করবেন। 

আরও পড়ুন- কীভাবে মুকুল রায় ‘প্যাক’ চেয়ারম্যান? হলফনামা চেয়ে পাঠাল হাইকোর্ট

প্রসঙ্গত, বেশ কয়েক দিনের বৃষ্টির ফলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় এখনো পর্যন্ত জলমগ্ন এবং জল নামার কোন পরিস্থিতি তৈরি হচ্ছে না। এই প্রেক্ষিতে একাধিকবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি এবং শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একহাত নিয়েছেন। রাজ্যের জল যন্ত্রণা প্রসঙ্গে কটাক্ষ করতে শোনা গেছে তাদেরকে। এই জল যন্ত্রণা নিয়ে যে নিজেকেই ক্ষোভের মুখে পড়তে হবে তা আশা করেননি দিলীপ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 2 =