বঙ্গের কোভিড গ্রাফ কোন পর্যায়ে আছে? জেনে নিন

বঙ্গের কোভিড গ্রাফ কোন পর্যায়ে আছে? জেনে নিন

কলকাতা: বঙ্গের কোভিড গ্রাফ একেবারে তলানিতে মিশে গিয়েছে। আজও মৃত্যু শূন্য বঙ্গ এবং দৈনিক সংক্রমণ ১০-এর নীচে আছে। একদিনে সুস্থ হওয়ার সংখ্যাও আক্রান্তের থেকে বেশি। রাজ্যের সুস্থতার হার প্রায় ৯৯ শতাংশ। মাঝে চিকিৎসক মহল করোনা থেকে ডেঙ্গি নিয়ে বেশি চিন্তিত ছিল। কলকাতা এবং সংলগ্ন এলাকায় মশা বাহিত রোগের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছিল। কিন্তু একটু ঠান্ডার আমেজ হওয়ায় মশাও কমেছে আগের থেকে।

আরও পড়ুন:  খুব দ্রুত আগমণ ঘটাবে ‘ডিজিজ এক্স’! শঙ্কিত বিজ্ঞানীরা কার্যত দিশাহীন

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৭ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ৫০২ জন। এদিকে, রাজ্যে আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩১ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৬ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৬ হাজার ৯২৩ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৪ হাজার ২০৩ জনের। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ০.১৭ শতাংশে।