সংক্রমণ কমলেও মৃত্যু চিন্তা বাড়াচ্ছে, বঙ্গের কোভিড গ্রাফ টলমল

সংক্রমণ কমলেও মৃত্যু চিন্তা বাড়াচ্ছে, বঙ্গের কোভিড গ্রাফ টলমল

কলকাতা: দৈনিক আক্রান্তের নিরিখে শেষ কয়েক দিনের কোভিড গ্রাফ মারাত্মক চিন্তা বাড়িয়েছে বঙ্গের। কিন্তু আজ বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা তুলনায় কমেছে তবে সুস্থতাও হ্রাস পেয়েছে। এদিকে আজও একাধিক মৃত্যু হয়েছে রাজ্যে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ রাজ্যের পজিটিভিটি রেট ১৬.৯০ শতাংশ। এদিকে সুস্থতার হার আরও কমে ৯৭.৫৫ শতাংশ।

আরও পড়ুন:  খুব দ্রুত আগমণ ঘটাবে ‘ডিজিজ এক্স’! শঙ্কিত বিজ্ঞানীরা কার্যত দিশাহীন

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৯ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৭২ হাজার ৩০৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৬ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২৮২ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২ হাজার ৬৫১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ২০ লক্ষ ২১ হাজার ৪৪২ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৫৭৩ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫৮ লক্ষ ০৬ হাজার ০৭৮ নমুনা পরীক্ষা করা হয়েছে।

তথ্য বলছে, আজও সংক্রমণে শীর্ষ স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৩৮৮ জন। এরপরেই রয়েছে কলকাতা। তিলোত্তমায় আক্রান্ত ২৫৩ জন। সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে বীরভূম। এই জেলায় ১১৬ জন আক্রান্ত। দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় সংক্রমণ ১০০-র নীচে। বর্তমানে রাজ্যের অনেক জেলা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে কারণ সেখানে সক্রিয় রোগী বাড়ছে। অধিকাংশ জেলাতেই পজিটিভিটি রেট ১০ শতাংশের ওপর গিয়েছে। কোনও কোনও জেলায় তা আবার ২০ শতাংশের ওপর, যদিও সেই জেলার সংখ্যা কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − one =