সংক্রমণ নিম্নমুখী হওয়ার লক্ষণ নেই বঙ্গে, আজও বাড়ল আক্রান্ত-মৃত্যু

সংক্রমণ নিম্নমুখী হওয়ার লক্ষণ নেই বঙ্গে, আজও বাড়ল আক্রান্ত-মৃত্যু

f202cbb15513fe287293ff0d979cdce6

কলকাতা: দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে বাংলায়। শেষ কয়েক দিনের কোভিড গ্রাফ মারাত্মক চিন্তা বাড়িয়েছে বঙ্গের। আজ বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা গত দিনের তুলনায় আবার বেড়েছে এবং সুস্থতাও হ্রাস পেয়েছে। এদিকে আজও একাধিক মৃত্যু হয়েছে রাজ্যে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ রাজ্যের পজিটিভিটি রেট ১৯.৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার আরও কমে ৯৭.৫২ শতাংশ।

আরও পড়ুন- মেঘের আড়াল থেকে দুর্নীতিতে প্রশ্রয় রাজ্যের! প্রাথমিকে নিয়োগ মামলায় বললেন বিকাশ

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ০৬৭ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৬৫ হাজার ৩৬০ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২৬৫ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১ হাজার ৮৭৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ২০ লক্ষ ১৪ হাজার ০৫২ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬৯৯ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫৭ লক্ষ ৬৬ হাজার ২৮৫ নমুনা পরীক্ষা করা হয়েছে।

রাজ্যের একাধিক জেলা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে কারণ সেখানে সক্রিয় রোগী বাড়ছে। অধিকাংশ জেলাতেই পজিটিভিটি রেট ১০ শতাংশের ওপর গিয়েছে। কোনও কোনও জেলায় তা আবার ২০ শতাংশের ওপর, যদিও সেই জেলার সংখ্যা কম। তবে চিন্তা শুধু করোনা নিয়ে আছে এমনটা নয়। সম্প্রতি আবার ‘কালাজ্বর’ সংক্রমণ ধরা পড়েছে বাংলায়। একাধিক জেলা মিলিয়ে আক্রান্ত ৬৫ জন বলে খবর মিলেছে। মূলত উত্তরবঙ্গে এই রোগের প্রকোপ লক্ষ্য করা গিয়েছে। এক কথায়, বাংলার মানুষের স্বস্তি এতটুকু নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *