কলকাতা: আগের দিন বাংলার করোনা ভাইরাস গ্রাফে শঙ্কার কাঁটা ছিল, কিন্তু আজ আবার স্বস্তি ফিরে এল। কারণ গতকালের থেকে এদিন সংক্রমণ কম হয়েছে। তবে আক্রান্তের নিরিখে আবার শীর্ষে চলে এসেছে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে কলকাতা। দৈনিক সংক্রমণ নেমেছে দেড় হাজারের নিচে।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২২ জন। তথ্য বলছে, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে আজ সবথেকে উদ্বেগজনক অবস্থায় রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে এক দিনে আক্রান্ত ১৫৮ জন। দ্বিতীয় স্থানে চলে এসেছে কলকাতা। এখানে করোনার কবলে এক দিনে পড়েছেন ১৩৭ জন। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৮৯। হাওড়া ও হুগলিতে একদিনে আক্রান্ত যথাক্রমে ৭৪ ও ৬৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ২ হাজার ৭০৬ জন। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৬৫ হাজার ২১৯ জন। করোনাকে হারিয়ে এক দিনে জয়ী হয়েছেন ১ হাজার ৮৪০ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৭৫৮ জন। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ২৩। রাজ্যে সুস্থতার হার ৯৭.৫১ শতাংশ।
আরও পড়ুন- ফের ভোট বঙ্গে, ‘ভাগ্য পরীক্ষা’ মুখ্যমন্ত্রীর! সম্মতি নির্বাচন কমিশনের!
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ২৫১ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। মোট মৃত্যুর সংখ্যায় আমেরিকা এবং ব্রাজিলের পর ভারতে করোনার জেরে মৃত্যু ৪ লক্ষ ছাড়াল। করোনাভাইরাস ভারতে মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩১২ জনের। দেশের দৈনিক সংক্রমণের হার গত ২৪ ঘণ্টায় ২.৪৮ শতাংশ। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৫ লক্ষ ৯ হাজার ৬৩৭ জন।