চিন্তা বাড়াচ্ছে দার্জিলিং, সুস্থতা বাড়তে থাকায় আপাতত স্বস্তি বাংলায়

চিন্তা বাড়াচ্ছে দার্জিলিং, সুস্থতা বাড়তে থাকায় আপাতত স্বস্তি বাংলায়

কলকাতা: বাংলার করোনা গ্রাফ আজ আরও নিম্নমুখী হয়েছে। গত কয়েক দিন ধরেই পতন ঘটেছে আক্রান্তের সংখ্যায়। মাঝে একটু বৃদ্ধি পেলেও এখন আবার নিয়ন্ত্রণে এসে গিয়েছে দৈনিক সংক্রমণ। এদিকে কমছে দৈনিক মৃত্যুও। যদিও উত্তরবঙ্গের করোনা গ্রাফ চিন্তায় রাখছে প্রশাসনকে। কারণ দার্জিলিং। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৭ জন। তথ্য বলছে, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে আজও সবথেকে উদ্বেগজনক অবস্থায় রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে এক দিনে আক্রান্ত ১৭২ জন। দ্বিতীয় স্থানে চলে এসেছে দার্জিলিং। এখানে করোনার কবলে এক দিনে পড়েছেন ১২২ জন। এরপরে রয়েছে কলকাতা, সেখানে আক্রান্ত ১১১ জন। এদিকে, করোনাকে হারিয়ে এক দিনে জয়ী হয়েছেন ১ হাজার ৭৭৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৭৯৯ জন। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ২০। রাজ্যে সুস্থতার হার ৯৭.৫৭ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫ হাজার ৩৯৪। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৬৮ হাজার ৩৮ জন। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৮ হাজার ৭৮০। 

আরও পড়ুন- হাঁপিয়ে যাচ্ছি, মনে হচ্ছে রাজনীতিতে এসে ঠিক করিনি! উপলব্ধি মনোরঞ্জনের

প্রসঙ্গত, নিম্নমুখী হয়েছে দেশের করোনা গ্রাফও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ০৭১ জন। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ হাজার ২৯৯ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩০ কোটি ৫ লক্ষ ৪৫ হাজার ৪৩৩। আজ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২ কোটি ৯৬ লক্ষ ৫৮ হাজার ৭৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + sixteen =