করোনার দোসর হয়েছে ডেঙ্গি, পুজোর আগে চিন্তা বাড়ছে বাংলার

করোনার দোসর হয়েছে ডেঙ্গি, পুজোর আগে চিন্তা বাড়ছে বাংলার

কলকাতা: সংক্রমণ ওঠা-নামা করছিল গত কয়েকদিন ধরেই। বাংলার করোনা আক্রান্তের সংখ্যা যে একেবারে তলানিতে এসেছিল তা নয়। শেষ কদিনে দৈনিক আক্রান্তের সংখ্যা আতঙ্ক যে বৃদ্ধি একদম করেনি তা নয়। তাই সকলকে আরও সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। সামনে আবার দুর্গাপুজো, তাই সংক্রমণ যে কোনও সময় বাড়তে পারে ভিড়ের কারণে তাও আশঙ্কা। করোনার মতোই ডেঙ্গি নিয়ে এখন ভয় পাচ্ছে বঙ্গবাসী। পুজোর আগে কি বিপদ বেড়ে গেল?

আরও পড়ুন- ভারত-বাংলাদেশ রেলপথের অংশ ছিল আজকের বিধাননগর রোড! জানুন অজানা কাহিনী

শেষ কয়েক দিনের তথ্য ঘেঁটে দেখলে বোঝা যাবে, মাঝে একটু কমলেও রাজ্যের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখীই। গতকাল অর্থাৎ ২০ তারিখ প্রায় ৩০০-র কাছে ছিল রাজ্যের কোভিড সংক্রমণ। এদিকে রাজ্যের স্বাস্থ্য ভবন সূত্রে যেটুকু জানা গিয়েছে তাতে মঙ্গলবারই প্রায় হাজার জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বঙ্গে। তবে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ঠিক কত জনের মৃত্যু হয়েছে, তার কোনও পরিসংখ্যান এখনও পর্যন্ত মেলেনি। করোনার মৃত্যু নিয়েও যে চিন্তা একেবারে নেই তা নয়। ১ জনের মৃত্যু হলেও তা ভয়ের। সেই প্রেক্ষিতে দেখা যাবে, শেষ কয়েকদিন ধরেই রাজ্যে লাগাতার কোভিডে মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা থেকে শুরু করে দমদম, সল্টলেক, বারাসত এইসব জায়গায় ডেঙ্গির প্রকোপ সবচেয়ে বেশি। আক্রান্তের নিরিখে উত্তর ২৪ পরগনা এখন শীর্ষে আছে ডেঙ্গি আক্রান্তে। এইসব জেলার পাশাপাশি কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনাতেও বাড়ছে ডেঙ্গি। এমনকি উত্তরবঙ্গেও হানা বাড়িয়েছে মশাবাহিত এই রোগ। একই রকমভাবে করোনার পরিসংখ্যান দেখলেও এই জায়গাগুলিই শীর্ষে আসবে। অর্থাৎ করোনা এবং ডেঙ্গি কার্যত একইভাবে ত্রাস ছড়িয়ে রেখেছে গোটা বঙ্গে। আর কয়েকদিন বাদেই মহালয়া এবং দুর্গাপুজো। কিন্তু সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে খুশি এখনও হতে পারছে না বাঙালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − ten =