কলকাতা: ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু করোনা আবহে ভোটে আপত্তি রয়েছে অনেকেরই। ভোটের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। কিন্তু রাজ্যের ৪ পুরনিগমের ভোটে আপত্তি নেই কমিশনের। কোভিড বিধি মেনে পুরভোট করা হবে বলে জানিয়ে দিল কমিশন৷ ভোটের পক্ষে সওয়াল করে কমিশন জানায়, ‘‘কোভিডে জীবন থেমে না থাকলে, ভোট থেমে থাকবে কেন?’’
আরও পড়ুন- থানার অদূরে দোকান থেকে লক্ষ টাকা চুরি, প্রশ্নের মুখে পুলিশের সক্রিয়তা
নিজেদের মত ব্যক্ত করলেও বর্তমান কোভিড পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় সোমবার পর্যন্ত সময় চেয়ে নিয়েছে কমিশন। সোমবার কমিশনের তরফে হলফনামা পেশ করা হবে। সোমবারই হবে মামলার পরবর্তী শুনানি।
এদিন পুরভোট স্থগিত রাখার আর্জি জানান মামলাকারীর আইজীবী বিকাশ ভট্টাচার্য৷ তাঁর যুক্তি, ‘‘কোনও রাজনৈতিক দলই ভোট বন্ধ করার কথা বলবে না৷ কিন্তু শুধুমাত্র সল্টলেকেই ২৩টি কনটেনমেন্ট জোন রয়েছে৷ কমিশনের উচিত নিজে থেকে ভোট বন্ধ করে দেওয়া৷’’ তাঁর প্রশ্ন, ‘‘পরিস্থিতি উদ্বেগজনক৷ ঠিক মতো প্রচার হচ্ছে না৷ ভোটাররা বাইরে বেরতে পারছেন না৷ ভোট হবে কী ভাবে? এই পরিস্থিতিতে ভোট করাটা কি খুবই জরুরি?’’
পরিস্থিতি উদ্বেগজনক স্বীকার করে নিয়েই কমিশন জানায়, ভোটের জন্য তারা নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করেছে। নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে৷ মানুষের জীবন থেমে থাকে না। তাহলে ভোট কেন? কমিশন শুধু বলতে পারে ভোট হলে কমিশন যথাযথ পদক্ষেপ করবে৷ এর পরেই এজি জানান, কমিশন চাইলে স্বাস্থ্য দফতর কমিশনকে সাহায্য করবে৷
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, প্রার্থীরা প্রচার করতে পারছেন না৷ ভোটাররা ভয়ে বেরচ্ছেন না৷ সেখানে কী ভাবে ভোট হবে? মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, দয়া করে ভোট পিছিয়ে দিন৷