থানার অদূরে দোকান থেকে লক্ষ টাকা চুরি, প্রশ্নের মুখে পুলিশের সক্রিয়তা

থানার অদূরে দোকান থেকে লক্ষ টাকা চুরি, প্রশ্নের মুখে পুলিশের সক্রিয়তা

নদীয়া: ঢিল ছোড়া দূরত্বে থানা৷ এবার পুলিশের ডেরার অদূরের দোকানের  সাটার ভেঙে দু লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা৷ নদীয়ার শান্তিপুর থানার পঞ্চানন তলা এলাকার ঘটনা৷ ঘটনার জেরে এলাকায় তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য৷

রাতের অন্ধকারে দোকানের সাটার ভেঙে দু’লক্ষ টাকা চুরি করে নিয়া পালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ জানা যায় প্রতিদিনের মত রাত দশটা নাগাদ দোকানে তালা মেরে বাড়িতে চলে যায় দোকানের মালিক। সকালে স্থানীয় মানুষজনের নজরে আসে দোকানের সামনে সাটার ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। এর পরে এলাকাবাসী ওই দোকানের মালিককে খবর দেয়।

মালিক এসে দোকান খুলে দেখে নগদ দুই লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি এই ঘটনার পিছনে কারা জড়িত তাদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাবাসীর দাবি, যত দিন যাচ্ছে চোরের উৎপাত ততই বেড়ে চলেছে। কারণ কিছুদিন আগেই ওই এলাকায় আরও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। তাই এলাকাবাসী দাবি যেহেতু ঢিলছোড়া দূরত্বে থানা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এমন ঘটনা যথেষ্ট আতঙ্কে ফেলেছে তাদের।

বাসিন্দাদের একাংশ পরিস্থিতির জন্য পুলিশি নিস্ক্রিয়তাকেই দায়ী করেছেন৷ তাঁদের কথায, ঘটনাস্থলের অদূরে থানা থাকলেও চোরেরা বুঝে গেছে পুলিশ থানার বাইরে বেরাবে না৷ তাই নিশ্চিন্তে চুরি করে পালিয়েছে চোরের দল৷ যদিও বাসিন্দাদের এমন অভিযোগ মানতে নারাজ থানার পুলিশ কর্মীরা৷ তাঁরা জানান, নিয়মিত টহলদারি চলে৷ ওই চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 19 =