বিধানসভায় অনেক বিধায়ক হাজির হচ্ছেন না! তালিকা চাইলেন মমতা

বিধানসভায় অনেক বিধায়ক হাজির হচ্ছেন না! তালিকা চাইলেন মমতা

কলকাতা: সব বিধায়কদের বিধানসভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর নির্দেশের পরও অনেকেই বিধানসভায় উপস্থিত হচ্ছেন না। তৃণমূল কংগ্রেসের কয়েকজন বিধায়কই গরহাজির থেকেছেন গতদিন। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি মুখ্যমন্ত্রী। তাই জানা গেল, অনুপস্থিত থাকা বিধায়কদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছেন তিনি। গোটা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী যে বেশ ক্ষুব্ধ হয়েছেন তা জানা গিয়েছে। 

আরও পড়ুন- ফের বিপুল অঙ্কের টাকা উদ্ধার শহরে! এবার সকলের চোখ নিউটাউনে

আসলে বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে বিকেলে আচমকা বিধানসভায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন যে অনেক বিধায়কই উপস্থিত ছিলেন না। কেন সবাই বিধানসভায় উপস্থিত নেই তা জানতে চান মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষিতেই পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে থেকে অনুপস্থিত থাকা বিধায়কদের তালিকা চেয়েছেন তিনি। অনুমান করা হচ্ছে, তালিকা হাতে পাওয়ার পর গরহাজির বিধায়কদের তলব করবেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় না আসার উপযুক্ত কারণ দর্শাতে না পারলে তিনি তাঁদের ধমকও দিতে পারেন।