Aajbikel

'একটা সিপিএম ক্যাডারের চাকরি খায়নি, এখন কথায় কথায়...' কোর্টকে বার্তা মুখ্যমন্ত্রীর

 | 
mamata

কলকাতা: শেষ কয়েক মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশে একাধিক 'অযোগ্য' প্রার্থীদের চাকরি গিয়েছে। প্রাথমিক, নবম-দশম, গ্রুপ সি, ডি... কোনও ক্ষেত্রই বাদ নেই। বহু লোকের চাকরি যাওয়ার পাশাপাশি অনেকে আবার এতদিনের বেতন ফেরানোর নির্দেশও পেয়েছেন। সব ইস্যু নিয়ে একাধিক মামলা চলছে আদালতে। এরই মধ্যে আবার কয়েকটি আত্মহত্যার ঘটনার কথা সামনে আসছে। কোর্টের নির্দেশ চাকরি হারানোর পর কয়েকজন এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। সেই নিয়েই এদিন মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের উদ্দেশ্যে বার্তা দিলেন তিনি। 

আরও পড়ুন- প্রশ্নপত্র ফাঁস আটকাতে পদক্ষেপ, উচ্চ মাধ্যমিকে কয়েকটি নয়া নিয়ম

এদিন আলিপুর আদালতে শ্রী অরবিন্দের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়ে চাকরি ইস্যুতে মন্তব্য করেন মমতা। খোঁচা দিয়েছেন পূর্বতন বাম সরকারকেও। তাঁর মন্তব্য, ''ক্ষমতায় আসার পর একটা সিপিএম ক্যাডারের চাকরি খায়নি। তোমরা কেন খাচ্ছো? দেওয়ার ক্ষমতা নেই, কাড়বার ক্ষমতা আছে?' মমতা আরও বলেন, এখন রোজ কথায় কথায় তিন হাজার, চার হাজার চাকরি বাদ হয়ে যাচ্ছে। নিচু তলায় যারা আছে তারা সকলে তৃণমূল পার্টি বা রাজ্য সরকারের ক্যাডার নয়। সরকারের কর্মী হলেও তারা অন্যান্য দলের সমর্থক হতে পারে। তাই কেউ যদি অন্যায় করে তাহলেও তিনি ন্যায় পথে থাকবেন, কারণ এটাই তাঁর স্বভাব। 

এর পাশাপাশি চাকরি ইস্যুতে মুখ্যমন্ত্রী আদালতকে 'একটু ভেবে' দেখার কথা বলেন। জানান, গতকালও দুজন আত্মহত্যা করেছে। যদি কেউ ভুল করে থাকে তাহলে তার দায়িত্ব তারা নেবে কেন। এক্ষেত্রে তাঁর আবেদন, যারা ভুল করেছে তাদের জন্য চাকরিহারারা অনেক কিছু ভোগ করছে। আইন অনুযায়ীই যেন তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়। 

Around The Web

Trending News

You May like