শিশুদের মৃত্যুতে শোক মুখ্যমন্ত্রীর, অ্যাডিনো ইস্যুতে আতঙ্কিত না হয়ে সাবধান থাকার পরামর্শ

শিশুদের মৃত্যুতে শোক মুখ্যমন্ত্রীর, অ্যাডিনো ইস্যুতে আতঙ্কিত না হয়ে সাবধান থাকার পরামর্শ

কলকাতা: অ্যাডিনোভাইরাস নিয়ে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে বৃহস্পতিবার তিনি বললেন, সংক্রমণ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, অ্যাডিনোভাইরাস নিয়ে জনমানসে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী অ্যাডিনোভাইরাস ইস্যুতে প্রশাসন ও স্বাস্থ্যকর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথাই জানিয়েছেন।

আরও পড়ুন- নির্বাচন কমিশনার নিয়োগে কমিটি গঠন সুপ্রিম কোর্টের, ভূমিকা থাকবে প্রধানমন্ত্রীরও

মুখ্যমন্ত্রীর কথায়, অযথা আতঙ্ক সৃষ্টি হওয়ার কারণেই মানুষ শিশুদের সামান্য জ্বর, সর্দি হলেই হাসপাতালে নিয়ে যাচ্ছেন। জেলার একাধিক হাসপাতালও কিছু না দেখেই রোগীদের রেফার করে দিচ্ছে। যার ফলে শহরের সরকারি হাসপাতালে চাপ বাড়ছে। তাঁর এও দাবি, এই আবহের মধ্যে বেসরকারি হাসপাতালের একাংশ পরিস্থিতির সুযোগ নিয়ে মুনাফা লুটছে। আর অ্যাডিনো নিয়ে আতঙ্ক ছড়ানোর বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের একাংশের ভূমিকাকেও দায়ী করেছেন।  অন্যদিকে, বর্তমানে রাজ্যে ভাইরাস পরিস্থিতি ঠিক কেমন সেই বিষয় নিয়ে তথ্যও দেওয়া হয়েছে আজ।