বোলপুর: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বেনজির সংঘাতের মাঝে এসে দাঁড়িয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতীর দাবি তাদের জমি দখল করে আছে অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’। অন্যদিকে, মুখ্যমন্ত্রী তাঁর বাড়ি গিয়ে একাধিক নথি দেখার পর দাবি করেছেন যে, অমর্ত্য সেন ভুল নন। এই নিয়ে তরজা এখন তুঙ্গে। আর এরই মাঝে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, বিশ্বভারতীর বিষয়ে তিনি চিঠি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
আরও পড়ুন: কয়েকজন মিলে রাজ্যটাকে ধ্বংস করে দেবে! ক্ষোভ প্রকাশ বিচারপতির
বুধবার বোলপুরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশ্বভারতীর উপাচার্যকে নাম না করে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা লাটে উঠেছে, সকলে এর গৈরিকীকরণ করতে চাইছে। এই বিষয়গুলি নিয়েই তিনি প্রধানমন্ত্রী তথা আচার্য নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। যদিও এই চিঠিতে অমর্ত্য সেনের বিষয়টি থাকবে কিনা তা নিয়ে দোলাচল আছে। এই বিষয়টিও মাথায় রাখতে হবে যে, বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়েরও কার্যত সংঘাত লেগেছে।
অমর্ত্য সেনের পাশে দাঁড়ানোয় মুখ্যমন্ত্রীকেও নিশানা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাঁদের কথায়, মুখ্যমন্ত্রী যে নথি দেখিয়েছেন তা অপ্রাসঙ্গিক এবং এও দাবি করা হয়েছে যে, সরকার পক্ষ, প্রশাসন এবং বিশ্বভারতীর লোকজনের উপস্থিতিতে জমির মাপ নেওয়া হোক, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। রাজ্যে কীভাবে কাগজ তৈরি হয়, সেটা সবাই জানে। বিদ্যুতের আরও দাবি, বিশ্বভারতীর ‘বিপুল পরিমাণ’ জমি দখল হয়ে গিয়েছে।