নয়াদিল্লি: বঙ্গে ভোটের দাদামা বেজে গিয়েছে৷ বাড়ছে আক্রমণ-পাল্টা আক্রমণের ঝাঁঝ৷ ২১-এর নির্বাচনে সম্মুখ সমরে টক্কর হতে চলেছে তৃণমূল-বিজেপি’র৷ রাজনীতির আঙিনায় বাড়ছে উত্তাপ৷ এবার কোমর বাঁধলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন তিনি৷ বাবুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় রয়েছেন পুলিশ ও প্রশাসনের রাজনীতিকরণ করে৷
আরও পড়ুন- ছট উপলক্ষ্যে আদালতের রায় ঘিরে এ রাজ্যের শাসক দল ও বিরোধীদের রাজনীতি
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বাবুল সু্প্রিয় বলেন, ‘‘পশ্চিমবঙ্গের জনগণ আমাদের সঙ্গে আছে৷ আজকে মমতা দিদি ক্ষমতায় আছেন, তার একমাত্র কারণ হল পুলিশ ও প্রশাসনের অপব্যবহার৷ তিনি পুলিশ ও প্রশাসনের রাজনীতিকরণ করেছেন৷ আমার বিশ্বাস আগামী নির্বাচনে আমরাই জিতব৷ ২০০টিরও বেশি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হবে বিজেপি৷’’ তাঁর কথায়, ‘‘আমাদের পথ পরিষ্কার৷ আমরা পশ্চিম বাংলায় জিতছি৷ মমতা দিদি নির্বাচনের আগে গণতন্ত্র এবং সংবিধান মেনে চললে তা সকলের পক্ষেই ভালো৷’’ বিজেপি গুজরাতের মতোই বাংলার উন্নতিসাধন করতে চায় বলেও উল্লেখ করেন আসানসোলের এই সাংসদ৷ সেই সঙ্গে তোপ দেগে তিনি আরও বলেন,‘‘নিজের পদের মর্যাদা রক্ষা না করে দিদি তৃণমূল কংগ্রেসের নেত্রীই রয়ে গিয়েছেন৷’’
আরও পড়ুন- গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার শাসকদল! জগদ্দলে তৃণমূল কর্মী খুন, গোষ্ঠীকোন্দলের অভিযোগ
এদিকে ভোটের আগে বহিরাগত তকমা ঘুচিয়ে আসানসোলের ভোটার হিসাবে নিজেদের নাম তুলে ফেলেছেন বাবুল সুপ্রিয় এবং তাঁর স্ত্রী৷ ২০১৪ সালে প্রথম আসানসোল থেকে ভোটে জেতেন বাবুল৷ সেই সময় আসানসোলে একটি ফ্ল্যাট কেনেন তিনি৷ তবে সেখানকার ভোটার লিস্টে নাম ছিল না তাঁর৷ নতুন যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তাতে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের অধীনে আসানসোল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসাবে তাঁর নাম রয়েছে৷ নাম উঠেছে তাঁর স্ত্রী রচনা শর্মারও৷ ফলে এবার থেকে আসানসোলে ভোট দিতে পারবেন তাঁরা৷ এর আগে কলকাতার জোড়াসাঁকো কেন্দ্রের ভোটার ছিলেন বাবুল৷