ফের কর্মসংস্থানের বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, করলেন একাধিক প্রকল্পের উদ্বোধন

ফের কর্মসংস্থানের বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, করলেন একাধিক প্রকল্পের উদ্বোধন

কলকাতা: নবান্ন থেকে বুধবার ভার্চুয়ালি রাজ্যের দুটি পরিবেশ বান্ধব প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একটি হল বানতলা লেদার কমপ্লেক্স এবং অপরটি হল পূর্ব মেদিনীপুরের ২০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প৷ এর জন্য মৌ চুক্তি স্বাক্ষরিত হয়ে গিয়েছে বলেও জানান তিনি৷ 

দীঘা কনক্লেভের পর কোভিড পরিস্থিতির মধ্যেও ছয় মাসের মধ্যে যে ভাবে এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে তার জন্য শিল্প প্রতিনিধিদের সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, তাঁরা তাঁদের কথা রেখেছে৷  কোভিড পরিস্থিতির মধ্যেও তাঁরা কাজ বন্ধ করেননি৷ খুব বড় একটা কাজ হয়েছে৷ 

আরও পড়ুন- লাটে সরকারি নিয়ন্ত্রণ! মহার্ঘ আলু, পেঁয়াজের দামেই চোখে জল জনতার

মুখ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের ডিসেম্বর মাসে দীঘায় বেঙ্গল বিজনেস কনক্লেভ ফলপ্রসূ হয়েছে৷ ব্যবসা-বাণিজ্য আর শিল্পস্থাপনের ক্ষেত্রে সমন্বয়, সংযোগ আর বিকেন্দ্রীকরণের লক্ষ্যকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কনক্সেভের আয়োজন হয়েছিল৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ইচ্ছে থাকলেই উপায় হয়৷ এটা সকলের জন্য একটা উদাহরণ তৈরি হল৷ ক্ষুদ্র শিল্প হোক বা লেদার শিল্প রাজ্য সরকারের সঙ্গে ইন্ডাস্ট্রি যৌথভাবে কাজ করেছে৷ আগামী দিনে বানতলার ফ্যাক্টরি সারা বিশ্বে মডেল হয়ে উঠবে৷ ৫ লক্ষ লোক এই কারখানায় চাকরি পাবেন৷ খুলে যাবে কর্ম সংস্থানের নতুন দিশা৷ 

অন্য দিকে বারশো কোটি টাকার বিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছে পূর্ব মেদিনীপুরের দীঘায়৷ এটিও একটি পরিবেশ বান্ধব প্রকল্প৷ এই প্রকল্পের কাজ শুরু হওয়ার পর বছরে আনুমানিক ৩৫০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে বলে মনে করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে জার্মানির একটি সংস্থা৷ রাজ্য সরকার দিয়েছে ২০০ কোটি টাকা৷ কয়েক হজার মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই বিদ্যুৎ প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারবে৷ আগামী দিনে এমএসএমই শিল্পে সারা দেশকে নেতৃত্ব দেবে বাংলা৷  

আরও পড়ুন- উপভোক্তাকে নয়, রাজ্যকে সরাসরি টাকা দিক কেন্দ্র! নয়া শর্তে পিএম কিসান, আয়ুষ্মান চালুর প্রস্তাব!

মুখ্যমন্ত্রী বলেন, শিল্পের পাশাপাশি কৃষি ক্ষেত্রেও আমাদের দক্ষ কর্মী রয়েছে৷ প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকরা রয়েছে৷ বাংলা প্রাকৃতিক ভাবে সমৃদ্ধ৷ এখানে অনেক নদী আছে, সমুদ্রের তীর আছে, গভীর জঙ্গল আছে৷ উত্তরে রয়েছে পাহাড়৷ বাংলায় প্রচুর পর্যটন স্থল রয়েছে৷ সবটাই পরিবেশ বান্ধব৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলায় ১০ মিলিয়ন স্কুল পড়ুয়াকে বিনামূল্যে পরিবেশ বান্ধব সাইকেল দেওয়া হয়েছে৷ বাংলায় ই-ট্যাক্সি এবং ই-বাসও রয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =