নয়াদিল্লি: বিরোধীশূন্য রাজ্যসভার অধিবেশনের সুযোগকে কাজে লাগাল নয়া বিল পাস করাল শাসক বিজেপি৷ বিরোধীশূন্য অধিবেশনের সুযোগে ৭টি বিল পাস করিয়ে নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার৷ ৭টি গুরুত্বপূর্ণ বিলের মধ্যে তাৎপর্যপূর্ণ ‘অত্যাবশ্যকীয় পণ্য (সংশোধনী) আইন’ পাস হয়ে গিয়েছে রাজ্যসভায়৷ এই বিল পাস হওয়ার কারণে আগামী দিনে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তৈলবীজের মতো পণ্য আর অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় থাকছে না৷ ফলে এই পণ্যগুলির উৎপাদন, মজুতদারি, রফতনি ও বিক্রি এবং কোনও ক্ষেত্রে সরকারের কোনও নিয়ন্ত্রণ থাকছে না৷ নয়া এই পাস হতেই না হতেই এবার পেঁয়াজের দামেই চোখে জল আসছে সাধারণ জনতার৷ একলাফে পেঁয়াজের দাম হাফ সেঞ্চুরি করে ফেলেছে৷
বিরোধীদের প্রবল আপত্তি উড়িয়ে চাল-ডাল-আলু-পেঁয়াজ-তৈলবীজ-ভোজ্য তেলের মতো কৃষি পণ্যের ওপর থেকে অত্যাবশ্যকীয় পণ্যের তকমা ছিনিয়ে নিয়েছে কেন্দ্র৷ এর ফলে আজ আলু ও পেঁয়াজের দাম কি আরও বাড়বে? চাল-ডাল-তেল-নুনের মত নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুত বাড়িয়ে সাধারণ মানুষের উপর বোঝা চাপিয়ে দেবে একশ্রেণির ব্যবসায়ী? নাকি ফড়েদের দাপট কমায় লাববান হবে ক্রেতা ও কৃষকরা? এই সমস্ত প্রশ্ন নিয়ে জেরবার সাধারণ জনতা৷ আর সেই প্রশ্নের মধ্যে এবার পেঁয়াজের দাম মধ্যবিত্তের চোখের জল ঝরাতে শুরু করেছে৷ খুচরা বাজারে আলুর দাম এখনও চড়া৷ ইতিমধ্যে দাম বেড়েছে পেঁয়াজের৷ পাইকারি বাজারে রাতারাতি বেড়ে গিয়েছে পেঁয়াজের বস্তা দাম৷ আর তার প্রভাব পড়েছে খুচরা বাজারে৷
দু’তিন দিন আগে পর্যন্ত ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে যে পেঁয়াজ বিক্রি হয়েছে, তা মঙ্গলবার ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হয়েছে৷ উল্লেখযোগ্যভাবে, আলু-পেঁয়াজের উপর সরকারি নিয়ন্ত্রণ উঠে যেতেই আজ বুধবার পেঁয়াজের দাম হাফ সেঞ্চুরি পার করে ফেলেছে৷ খোলা বাজারে ৫০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ৷
খুচরা বাজারে কত দাম হবে তা নির্ভর করে পাইকারি বাজারের উপর৷ শনিবার ৪০ কেজি পেঁয়াজের বস্তার দাম যা ছিল, মঙ্গল ও বুধবার বেশ খানিকটা বেড়ে গিয়েছে৷ শনিবার ৪০ কেজি ওজনের পেঁয়াজের বস্তার পাইকারি দাম ছিল ১২০০ টাকা৷ অর্থাৎ কেজি প্রতি ৩০ টাকা৷ মঙ্গলবার পাইকারি বাজারে ৪০ কেজি পেঁয়াজের বস্তার দাম বেড়ে হয়েছে ১৬০০ টাকা৷ পাইকারি বাজারে পেঁয়াজ ৪০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে৷ এর সঙ্গে পরিবহন খরচ, ব্যবসায়ীক লাভের অংশ যোগ করে আজ বুধবার পেঁয়াজের দাম একলাফে দাঁড়িয়েছে ৫০ টাকা৷ আজ রাজ্যের বেশিরভাগ বাজারে পেঁয়াজের দাম ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে৷ চড়ছে আলুর দাম৷
বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে গত ১৪ সেপ্টেম্বর থেকে রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র৷ কিন্তু তাতেও পেঁয়াজের দামে ঊর্ধ্বমুখী গতি ঠেকাতে পারেনি কেন্দ্র সরকার৷ একই সঙ্গে লাফিয়ে বাড়ছে আলুর দাম৷ তাও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি৷ এবার অত্যাবশ্যকীয় পণ্য থেকে চাল-ডাল-আলু-পেঁয়াজকে সরিয়ে দেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা আমজনতার৷