Aajbikel

দুর্নীতি আড়াল করা নয়? মুখ্যমন্ত্রীর মন্তব্যে গর্জে উঠল 'শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ'

 | 
job

কলকাতা: রাজ্যে নিয়োগ কাণ্ডে যাদের চাকরি চলে গিয়েছে তাদের প্রতি কিছুটা সহানুভূতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আলিপুর আদালতের এক অনুষ্ঠানে নিজের বক্তব্যে এমনই কিছু বুঝিয়েছেন তিনি। সেই প্রসঙ্গ নিয়েই গর্জে উঠল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। তাদের অভিযোগ, মন্ত্রীদের দুর্নীতি কার্যত আড়াল করা হচ্ছে। 

আরও পড়ুন- প্রশ্নপত্র ফাঁস আটকাতে পদক্ষেপ, উচ্চ মাধ্যমিকে কয়েকটি নয়া নিয়ম

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এক বার্তায় বলেন, চূড়ান্ত দুর্নীতির মাধ্যমে নিযুক্তদের চাকরি চলে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মর্মাহত। কিন্তু যারা যোগ্য, পরীক্ষা দিয়ে পাশ করে প্রায় দু'বছর রাস্তায় পড়ে রয়েছে, যারা বিপন্ন, অনেকেই আত্মহত্যা করেছে, তাদের নিয়োগের ব্যাপারে কোনও উদ্বেগ নেই তাঁর! এক্ষেত্রে মর্মাহত হওয়ার আসল কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, নেতা-মন্ত্রীদের দুর্নীতিকে আড়াল করার প্রয়াস হচ্ছে। তাই দাবি তোলা হয়েছে, দুর্নীতির সমস্ত মাথাদের কঠোর শাস্তি চাই। সমস্ত যোগ্য বঞ্চিত চাকরিপ্রার্থীদের অতি দ্রুত নিয়োগ করা হোক।

এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মূলত বলেছেন, যদি কেউ ভুল করে থাকে তাহলে তার দায়িত্ব তারা নেবে কেন। এক্ষেত্রে তাঁর আবেদন, যারা ভুল করেছে তাদের জন্য চাকরিহারারা অনেক কিছু ভোগ করছে। আইন অনুযায়ীই যেন তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়। তাঁর কথায়, ''ক্ষমতায় আসার পর একটা সিপিএম ক্যাডারের চাকরি খায়নি। তোমরা কেন খাচ্ছো? দেওয়ার ক্ষমতা নেই, কাড়বার ক্ষমতা আছে?'' মমতা আরও বলেন, এখন রোজ কথায় কথায় তিন হাজার, চার হাজার চাকরি বাদ হয়ে যাচ্ছে। 

Around The Web

Trending News

You May like