শীতলকুচির ঘটনায় নয়া মোড়, এবার পৃথক তদন্তে নামছেন CISF -এর কর্তারা

শীতলকুচির ঘটনায় নয়া মোড়, এবার পৃথক তদন্তে নামছেন CISF -এর কর্তারা

কলকাতা:  শীতলকুচির ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি৷ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে খতম হয়েছে চারটি তাজা প্রাণ৷ এর পর থেকেই শুরু হয় অভিযোগ, পাল্টা অভিযোগের পালা৷ শুধু তাই নয়, একের পর এক বিতর্কিত মন্তব্যে পারদ চড়েছে বঙ্গ রাজনীতির৷ এই পরিস্থিতিতে শীতলকুচি ঘটনায় পৃথকভাবে তদন্ত করার কথা ঘোষণা করল সিআইএসএফ৷   

আরও পড়ুন- মতুয়াদের জন্য কিছু না করে থাকলে রাজনীতি ছেড়ে দেব! চ্যালেঞ্জ মমতার

গত ১০ এপ্রিল রাজ্যে ছিল চতুর্থ দফার ভোট৷ ওই দিন শীতলকুচির ১২৬ নম্বর বুথের সামনে সিআইএসএফ-এর গুলিতে মৃত্যু হয় চার জনের৷ তাঁরা সকলেই তৃণমূলের সমর্থক বলেই দাবি করা হয়৷ কিন্ত কেন গুলি চালানো হল? আসলে সেদিন কী ঘটেছিল? তা জানতেই পৃথক তদন্ত শুরু করতে চলেছে সিআইএসএফ৷ 

যদিও দাবি করা হয়েছে, আত্মরক্ষার্থেই গুলি ছুড়েছিলেন তাঁরা৷ সিআইএসএফ জানায়, সেদিন বুথ দখলের চেষ্টা করা হয়েছিল এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চালিয়েছিল গ্রামের মানুষ৷ এর পরেই ময়দানে নেমে বিজেপি বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের জেরেই শীতলকুচির ঘটনা ঘটেছে৷ অন্যদিকে, তৃণমূলের পাল্টা দাবি, সবটাই হয়েছে বিজেপি’র নির্দেশে৷ কিন্তু প্রশ্ন হল, আত্মরক্ষার জন্য গুলি চালানো হলে কেন হাতে বা পায়ে গুলি চালানো হল না? কেন বুকে গুলি মারা হল? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই সিআইএসএফ পৃথক তদন্ত শুরু করতে চলেছে৷ 

আরও পড়ুন- ‘আমাকে আটকানোর প্রচেষ্টা চলছে কেন?’ নিষেধাজ্ঞা উঠতেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মমতা

জানা গিয়েছে দু’দিন আগেই এই বিষয়ে কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশিকা দেয় নির্বাচন কমিশন৷ এর পরেই শীতলকুচির ঘটনায়  তারা পৃথক তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর৷ তদন্তের জন্য দিল্লি থেকে সিআইএসএফ–এর উচ্চপদস্থ আধিকারিকরাও রাজ্যে আসছেন৷ তবে তাঁরা শীতলকুচি যাবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়৷ ওই দিন শীতলকুচির ১২৬ নম্বর বুথ রক্ষার দায়িত্বে যে জওয়ানরা ছিলেন তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করবেন সিআইএসএফ-এর কর্তারা৷ প্রসঙ্গত, শীতলকুচির ঘটনার পরই নির্বাচন কমিশনের কাছে দেওয়া প্রাথমিক রিপোর্টে সিআইএসএফ জানিয়েছিল আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷       
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =