‘আমাকে আটকানোর প্রচেষ্টা চলছে কেন?’ নিষেধাজ্ঞা উঠতেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মমতা

‘আমাকে আটকানোর প্রচেষ্টা চলছে কেন?’ নিষেধাজ্ঞা উঠতেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মমতা

বারাসত: গতকাল নির্বাচন কমিশন উস্কানি মূলক মন্তব্যের প্রেক্ষিতে মমতা বন্দোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল একদিনের জন্য। সেই নিষেধাজ্ঞা রয়েছে আজ রাত ৮ টায়। নিষেধাজ্ঞা উঠে যেতেই বারাসাতে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর জনসভা করে সেই নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করলেন বিজেপি এবং নির্বাচন কমিশনকে।

এদিন মমতা বললেন, তিনি এটা কিছুতেই বুঝতে পারছেন না যে একটা নির্বাচনকে কেন্দ্র করে এই ভাবে তাকে কেন আটকানোর চেষ্টা করা হচ্ছে। নিয়ম রয়েছে যে পঞ্চম দফার আগে তিন দিন নির্বাচনী প্রচার করা যাবে না। সে ক্ষেত্রে তাঁর প্রচারে এক দিনের নিষেধাক্কা মানে মোট তিন চার দিন প্রচার করতে পারলেন না পঞ্চম দফার জন্য। মমতার কথায়, একদিকে বিজেপির নেতারা প্রচার করে যাবে আর অন্যদিকে তিনি নির্বাচনের প্রচার করতে পারলেন না। এর বিচার জনগণ করবে এবং তিনি সেই বিচারের দায়িত্ব জনগণের হাতে তুলে দিয়েছেন বলে এদিন জনসভার মঞ্চ থেকে জানিয়ে দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তিনি আরো বলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে শুরু করে চুনোপুটি, কেন্দ্রীয় এজেন্সি থেকে শুরু করে সকলকে দিয়ে তাঁকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। মমতা বলছেন, তাঁকে কি করে আটকানো যায়, বাংলাকে কী ভাবে অসম্মান এবং অপমান করা যায়, কিভাবে বাংলাকে দখল করা যায় তার অশুভ প্রচেষ্টা চলছে। 

প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এদিন ফের হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁকে আটকানো এত সহজ নয় এবং এভাবে তাঁকে আটকানো যাবে না। তাঁকে যদি কেউ আঘাত করে তাহলে তিনি প্রতিঘাত করতে পারেন। প্রসঙ্গত, গতকাল নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আজ দুপুরে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে একক ধর্না দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 9 =