আইনশৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজে 'না' সিভিক ভলান্টিয়ারদের, সার্কুলার জারি রাজ্যে

কলকাতা: আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের কী ভূমিকা রয়েছে? কোন কোন কাজে ব্যবহার করা হয় সিভিক ভলান্টিয়ারদের? মূলত এই বিষয়ে জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। আগামী ২৯ মার্চের মধ্যে এই নিয়ে নির্দেশিকা তৈরি করার নির্দেশও দিয়েছিল আদালত। সেই অনুযায়ী সার্কুলার জারি করল রাজ্য পুলিশ। কোন কোন কাজে সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার করা যাবে সেই সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হল এই নির্দেশনামায়।
আরও পড়ুন- নিশীথ-কাণ্ডে কড়া বিবৃতি রাজভবনের, বিজেপির দাবি মেনে রাষ্ট্রপতি শাসন জারি হবে রাজ্যে?
সিভিক ভলান্টিয়ারদের দিয়ে স্কুলে পড়ানো হবে, এই খবর ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনা শুরু হয়েছিল রাজ্যে। যদিও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়। স্পষ্ট জানান হয়, শিক্ষা দফতর থেকে এমন কোনও অনুমোদন দেওয়া হয়নি। কিন্তু সিভিকদের নিয়ে চর্চা থামেনি। এই আবহেই কলকাতা হাইকোর্ট স্পষ্ট ধারণা নিতে চেয়েছিল যে তাঁদের মূল কাজটা কী। কোন কোন ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়াররা কাজ করতে পারেন। সেই নিয়েই এবার স্পষ্ট নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ। পরিষ্কার জানান হয়েছে, আইনশৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের দেওয়া যাবে না। তাহলে কোন কাজ করতে পারবেন তারা?
নির্দেশিকা অনুসারে, ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে, বিভিন্ন উৎসবে ভিড় সামলাতে, বেআইনি পার্কিং রুখতে এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সহযোগিতা করার কাজ করবে সিভিক ভলান্টিয়াররা। এছাড়া আর কোনও রকম কাজে তারা যুক্ত থাকবে না, আইনশৃঙ্খলাজনিত কোনও কাজে তো নয়ই। তাৎপর্যপূর্ণ বিষয়, কিছুদিন আগেই রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠকের পর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন যে, সিভিক ভলান্টিয়াররা স্থায়ী চাকরি পেতে পারেন ভালো কাজ করলে। সেই হিসেবে এখন কী সিদ্ধান্ত নেওয়া হবে তা সময় বলবে।