কলকাতা: ঝাড়খণ্ডের সরকার ফেলতেই টাকা নিয়েছিলেন কংগ্রেসের তিন বিধায়ক। তাঁদের কাছ থেকে ৪৯ লক্ষ ৯৮ হাজার ৩০০ টাকা উদ্ধারের পর এমনটাই জানাচ্ছে সিআইডি৷ হাওড়া থেকে ধৃত ওই তিন কংগ্রেস বিধায়কের অসম যোগ নিয়েও উঠে আসছে বিস্ফোরক দাবি৷
আরও পড়ুন- ভাবমূর্তি কি আদৌ বদলাবে? মন্ত্রিসভার রদবদল নিয়ে মুকুলের মত
সিআইডি সূত্রে দাবি, ২০ জুলাই গুয়াহাটি গিয়েছিলেন ২ বিধায়ক ইরফান আনসারি এবং রাজেশ কাচ্ছাপ৷ ২৯ জুলাই কলকাতায় ফেরার পর ফের গুয়াহাটি যান ৩ কংগ্রেস বিধায়ক৷ এর মধ্যস্থতাকারীর মাধ্যমে ওই ৩ বিধায়ক দেখা করেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার সঙ্গে৷ তাঁদের মধ্যে টাকা নিয়েও কথা হয়৷ প্রাথমিক ভাবে টাকা চাইতে লালবাজারের উল্টোদিকে এক ব্যবসায়ীর অফিসে দেখা করতে বলা হয় তাঁদের৷ শনিবার ইন্ডিগোর বিমানে কলকাতায় ফিরে সদর স্ট্রিটে যান কংগ্রেস বিধায়করা৷ সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেখানে বিধায়কদের গাড়ির ডিকি খোলা৷ কিছু ঢোকানো হয় ডিকিতে৷ কী রাখা হয়েছিল সেখানে? খতিয়ে দেখছে সিআইডি৷ সেই সঙ্গে সদর স্ট্রিটের ওই ব্যবসায়ীর সঙ্গে হাওয়ালা যোগ রয়েছছে বলেও সন্দেহ করছেন তদন্তকারী অফিসাররা৷ এদিকে, তিন কংগ্রেস বিধায়ক গ্রেফতারের পর থেকে খোঁজ নেই অভিযুক্ত ব্যবসায়ীর৷ ওই ব্যবসায়ী শেয়ার মার্কেটের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বলেও জানতে পেরেছে সিআইডি৷ ওই ব্যবসায়ীর এক আত্মীয়কে কিছুক্ষণ আগে ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
সরকার ফেলার পরিকল্পনা সফল করতে আরও ১৩ জন বিধায়কের সঙ্গে তাঁরা যোগাযোগ করা হয়েছিল বলে সূত্রের খবর৷ দল ভাঙিয়ে সরকার ফেলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত করতে তাঁদের টাকার অফার করা হয়৷ সিআইডি সূত্রে খবর, কংগ্রেস ছাড়াও এই দলে রয়েছেন জেএমএম দলের বিধায়করা৷ ৩০ তারিখ দুপুরের গুয়াহাটি থেকে ফেরার পর সদর স্ট্রিটের একটি হোটেলের রুমে ওঠেন তিন বিধায়ক৷ সেখান থেকে তাঁরা পানশালায় যান৷ তাঁদেরই এক সঙ্গী, যুব কংগ্রেসের নেতা প্রতীক কুমার সেখানকার এক হোটেলকর্মীর কাছ থেকে স্কুটার নিয়ে চলে যান লালবাজারের কাছে ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে৷ তাঁর কাছ থেকে টাকা নিয়ে আসেন এই প্রতীক৷ ইতিমধ্যেই প্রতীককে গ্রেফতার করা হয়েছে৷ চলছে জিজ্ঞাসাবাদ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>