শীতলকুচি কাণ্ডে IO-র পর মাথাভাঙার IC-কে তলব CID-র

শীতলকুচি কাণ্ডে IO-র পর মাথাভাঙার IC-কে তলব CID-র

99d8e301d3edfec9f959f878d2329b83

কলকাতা:  চতুর্থ দফার ভোটে ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছিল কোচবিহারের শীতলকুচি৷ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল চার জনের৷ পৃথক একটি ঘটনায় মৃত্যু হয়েছিল আরও এক যুবকের৷ এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয় রাজ্য রাজনীযতি৷ সেই শীতলকুচি কাণ্ডে এবার আইসিকে তলব করা হল৷ মাথাভাঙার আইসিকে সোমবার তলব করেছে সিআইডি৷ গতকাল মাথাভাঙা থানার আইও-কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল৷ এবার আইসি-কে জিজ্ঞাসাবাদ করে আইও-র সঙ্গে তাঁর বয়ান মিলিয়ে দেখা হবে৷ 

আরও পড়ুন- কয়লা পাচার কাণ্ডে ৪ জেলায় লালার সম্পত্তি অ্যাটাচ করল CBI

শীতলকুচিকাণ্ডে আইও-র পর আইসি-কে তলব করল সিআইডি৷ আইসি বিশ্বেসরয় সরকারকে সোমবার ডেকে পাঠানো হয়েছে৷ ইতিমধ্যেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর৷ আইও মলয় বোস এবং আইসি বিশ্বেসরয় সরকারের বয়ান রেকর্ড করার পর তা খতিয়ে দেখা হবে৷ চতুর্থ দফা ভোটে ঠিক কী ঘটেছিল, অকুস্থলে গিয়ে তাঁরা কী দেখেছিলেন, পুরো ঘটনার বিবরণ তাঁদের কাছে জানতে চাওয়া হবে৷ সেই সঙ্গে যে ভিডিয়ো ফুটেজ রয়েছে তার সত্যতাও যাচাই করা হবে৷ শীতলকুচিতে সিআইএসএফ এর বিরুদ্ধে যে গুলি চালানোর অভিযোগ উঠেছিল, তা কোন পরিপ্রেক্ষিতে ঘটেছিল, তা জানার চেষ্টা করবে সিআইডি৷ যাবতীয় বিষয়ে আইসি’র বয়ান রেকর্ড করা হবে৷ সোমবার বেলা ১২টার সময় ভবানী ভবনে তাঁকে তলব করা হয়েছে৷ আইসি-কে জিজ্ঞাসাবাদ করলেন সিআইডি’র সিট৷ 

আরও পড়ুন- উস্কানিমূলক মন্তব্য, মিঠুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের

শীতলকুচি কাণ্ডে বিজেপি সরাসরি দায়ী করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যকে। পরে কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ফোনালাপ ভাইরাল করে তারা। যার প্রেক্ষিতে পরিস্থিতি আরও সরগরম হয়। কিন্তু আখেরের কোন লাভ করতে পারেনি বিজেপি। বাংলার নির্বাচনে কার্যত ধরাশায়ী হয়েছে তারা।  ভাইরাল হওয়া ওই অডিও টেপে ভাইরাল মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, ভোটের পর কোচবিহারের পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করবেন তিনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *