‘বিরোধী নেতাদের ফোনে আড়ি পাতছে সিআইডি, আইবি’, বিস্ফোরক শুভেন্দু

‘বিরোধী নেতাদের ফোনে আড়ি পাতছে সিআইডি, আইবি’, বিস্ফোরক শুভেন্দু

ডানকুনি:  রাজ্যে বেনজির ভাবে আট দফার ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আজ তৃণূলকে চাচাছোলা ভাষায় আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী৷ ডানকুনির জনসভা থেকে ঝাঁঝালো তির ছুঁড়ে বললেন, পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে। পুলিশ-প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে। আর তৃণমূল মানেই তো এনামুল। এই মডেলকেই গোটা রাজ্যে ব্যবহার করা হচ্ছে। তাই স্বচ্ছ নির্বাচনের জন্যই এই উদ্যোগ নিয়েছে কমিশন৷ 

আরও পড়ুন-  ভোট ঘোষণা হতেই রাজ্যে পৌঁছল আরও কেন্দ্রীয় বাহিনী, বাড়ছে উত্তাপ

শুভেন্দু আরও বলেন, করোনার চেয়েও ভয়ঙ্কর ভাইরাস তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি যাতে ভোট চুরি করতে না পারে, সেই উদ্যোগ নেওয়া হয়েছে৷ আট দফায় করোনা বিধি মেনে ভোট হবে রাজ্যে৷  পাশাপাশি এদিন প্রকাশ্য সভা থেকেই নির্বাচন কমিশনের কাছে বেশ কিছু দাবি জানান শুভেন্দু৷ তিনি বলেন, ‘‘নবান্নে নির্বাচনী সেল খোলা হয়েছে৷ মুখ্য সচিবের নেতৃত্বে এই নির্বাচনী সেল নবান্নতে রাখা যাবে না৷ কারণ নবান্ন থেকে গোটা ব্যবস্থাকে দলীয়করণ করা হবে৷ ব্যক্তি কেন্দ্রীকতায় নিয়ে যাওয়া হবে৷’’ তাঁর তোপ,  ‘‘প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর ম্যানেজিং ডায়রেক্টর তোলাবাজ ভাইপো আর ভোট কুশলীর অঙ্গুলিহেলনে চলে নবান্ন৷ মুখ্য সচিব, ডিজি, স্বরাষ্ট্র সচিবের মতো ম্যাম ম্যাম করা লোকেদের নির্বাচন সেলে বসিয়ে নির্বাচন করা যায় না৷ নবান্ন থেকে নির্বাচন সেল তুলে দিয়ে সেখানে তালা ঝোলাতে হবে৷’’ 

শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রীর অফিস (সিএমও)-এ সমস্ত নীতি বিসর্জন দিয়ে সৌমেন বন্দ্যোপাধ্যায়, সৌম্য হালদারের মতো ডব্লিইবিসিএস অফিসাররা বসে আছেন৷ তাদের কাজ হল বিডিও, এসডিপিও, ডিএম, এসপিদের প্রভাবিত করা৷ এই ব্যবস্থা বন্ধ করতে হবে৷ কলকাতা পৌরসভা সহ গোটা রাজ্যে ১০০-র বেশি পৌরসভায় প্রশাসনের নামে দলের নেতাদের বসিয়ে রাখা হয়েছে৷ প্রশাসকরা পার্টির ক্যাডার হয়ে উঠেছে৷ এই প্রশাসকদের সরাতে হবে৷ 

আরও পড়ুন-  ‘দিদির দূতে’ রোড শো অভিষেকের, বাজল ‘খেলা হবে’, ‘বাংলা নিজের মেয়েকে চায়’ গান

তাঁর বিস্ফোরক অভিযোগ,  প্রতিটি থানা ও রাজ্য স্তরের সিআইডি, আইবি  বিরোধী দলের নেতাদের ফোনে আড়ি পেয়ে সমস্ত কথা শুনছে৷ তৃণণূল নেতাদের কথায় এই আড়ি পাতা অবিলম্বে বন্ধ করতে হবে৷   

এদিন, নাম না করে প্রশান্ত কিশোরকেও একহাত নেন শুভেন্দু৷ তিনি বলেন, উনি আজ টুইট করে বলেছেন ২ মে নাকি তৃণমূল দিতে যাবে৷ কিন্তু ২ তারিখ পাটনা যাওয়ার জন্য আগের দিন রাতেও টিকিট কেটে রাখতে হবে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =