কলকাতা: চিটফান্ড মামলা বিচারের ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ করছে কলকাতা হাইকোর্ট। বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলিতে টাকা রেখে প্রতারিত হয়েছে রাজ্যের কোটি কোটি মানুষ৷ তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে দ্রুত মামলার শুনানির জন্য ২০১৫ সালের ডিসেম্বর মাসে বিশেষ বেঞ্চ তৈরি করে দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চ। সেই বেঞ্চেই মূলত টাকা ফেরত, সম্পত্তি বিক্রি, সম্পত্তির হিসেব নিকেষ-সহ বিভিন্ন ইস্যুর শুনানি হত৷ এবার এই মামলা শোনার উদ্যোগী হলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল৷
আরও পড়ুন- টিকা কিনছে রাজ্য, ভ্যাকসিনের সংশাপত্রেও এবার মমতার ছবি
শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বক্তব্য, যে কোনও চিটফান্ড সংস্থার যাবতীয় মামলা এখন থেকে তিনি শুনবেন। যদিও এতে আপত্তি জানান কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল। তাঁর বক্তব্য, একই সঙ্গে জনস্বার্থ মামলা অন্যদিকে সেই প্রতিষ্ঠানেরই ধৃতদের জামিনের মামলা সব একসঙ্গে কি করে শোনা সম্ভব? যদিও তাতে আমল না দিয়ে প্রধান বিচারপতি জানিয়ে দেন, এখন থেকে প্রতিদিন কিছু কিছু করে এই মামলা শুনবেন তিনি। এক ছাতার তলায় একটি বেআইনি সংস্থার বিরুদ্ধে থাকা যাবতীয় অভিযোগের নিষ্পত্তির সুযোগ থাকলে তা প্রতারিতদের জন্য ইতিবাচক বলে মনে করছেন আইনজীবীরা। এতে দীর্ঘদিন ঝুলে থাকা মামলাগুলি দ্রুত নিষ্পত্তি হবে বলেও আশা তাঁদের।