টিকা কিনছে রাজ্য, ভ্যাকসিনের সংশাপত্রেও এবার মমতার ছবি

টিকা কিনছে রাজ্য, ভ্যাকসিনের সংশাপত্রেও এবার মমতার ছবি

e476de244536f7c08fce9bdfcf69ea47

কলকাতা:  করোনার টিকা নেওয়ার পর এবার মিলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া সংশাপত্র৷ আগে টিকা দেওয়ার পর কেন্দ্রের তরফে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া সার্টিফিকেট দেওয়া হত৷ কিন্তু ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের কোভ্যাক্সিন দিচ্ছেন রাজ্য৷ তাই টিকা নেওয়ার পর তাঁদের দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সংশাপত্র৷ 

আরও পড়ুন- মেডিক্যাল থেকে চুরি ১১ লক্ষ টাকার টসিলিজুমাব, জনস্বার্থ মামলা হাইকোর্টে

যাঁরা ভ্যাকসিনের দুটি ডোজই পেয়ে গিয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে তাঁদের একটি সংশাপত্র দেওয়া হয়ে থাকে৷ সেখানে থাকত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি৷ কিন্তু রাজ্য সরকারের বক্তব্য, এই টিকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না৷ রাজ্য সরকারকে কিনতে হচ্ছে৷ ১৮ থেকে ৪৫ বছর বয়সী যাঁদের এই টিকা দেওয়া হবে তাঁদের রাজ্য সরকার পৃথক ভাবে একটি সংশাপত্র ইস্যু করবে৷ এই সংস্থাপত্র দেওয়া হবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে৷ এবং এই সংশাপত্রের নীচে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া থাকবে৷ কেন্দ্রের টিকায় প্রধানমন্ত্রীর ছবি সহ সংশাপত্র যেমন ইস্যু করা হচ্ছে, তেমনই থাকবে৷ কিন্তু রাজ্যের টাকায় কেনা ভ্যাকসিন দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ সংশাপত্র ইস্যু করা হবে৷ 

গতকাল ফিরহাদ হাকিম নবান্নে এই বিষয়ে আলোচনা করেছেন৷ শুক্রবার জানা যায় এই সংশাপত্র ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে৷  রাজ্যের সংশাপত্রের উপরে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের লোগো৷ নীচে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক৷ তাঁর পাশেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি৷ সংশাপত্রে লেখা রয়েছে ‘সজাগ থাকুন, নিরাপদে থাকুন’ (বি অ্যালার্ট, বি সেফ)৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *