বাংলায় ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ কবে? যা জানা গেল

বাংলায় ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ কবে? যা জানা গেল

কলকাতা: ১৬ মার্চ থেকে দেশে ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা টিকাকরণ শুরু হয়েছে। এছাড়াও ষাটোর্ধ্বদের ক্ষেত্রে প্রিকশন ডোজের ক্ষেত্রে কোমর্বিডিটি যে বাধ্যবাধকতা ছিল, তাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তারা প্রিকশন ডোজ পাবেন বিনা দ্বিধায়। কিন্তু দেশে এই টিকাকরণ শুরু হলেও বাংলায় এখনও ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়নি। তাহলে তা শুরু কবে হবে? জানা গেল আজ।

আরও পড়ুন- ‘রাজনৈতিক হিংসা কাম্য নয়’,‘আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ’ দুই কাউন্সিলার খুনে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

আগামী ২১ মার্চ থেকে রাজ্যে শুরু হবে ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ। এই তথ্য দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। তারা এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ১২-১৪ বছর বয়সীদের কর্বেভ্যাক্স টিকা দেওয়া হবে। এই বয়সীরা অনলাইনে টিকা অ্যাপয়েনমেন্ট বুক করতে পারেন। টিকাকরণ কেন্দ্রে গিয়েও নিজের নাম নথিভুক্ত করতে পারেন। কর্বেভ্যাক্স একমাত্র সরকারি করোনো টিকাকরণ কেন্দ্র থেকেই দেওয়া হবে। আলাদা কর্বেভ্যাক্স টিকাকরণ কেন্দ্র স্থাপন করা হবে। আগেই জানা গিয়েছিল যে, এই টিকা দুটি ডোজের ব্যবধান হবে ২৮ দিন। সেই নিয়মেই রাজ্য টিকা দেবে। ইতিমধ্যেই ১৫ বছর থেকে ১৮ বছর বয়সীদের  করোনা টিকা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে টিকাকরণ চলছে দেশে। ইতিমধ্যেই প্রায় ২ কোটি টিকা দেওয়া হয়ে গিয়েছে। গতকাল থেকে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকা দেওয়ার শুরু করা হল।

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার আগাম ৩০ কোটি ডোজ কোর্বেভ্যাক্স ভ্যাকসিনের বরাত দিয়েছে টিকা প্রস্তুতকারী সংস্থাকে। খবর, এই ভ্যাকসিন কিনতে সরকারের খরচ পড়বে ১ হাজার ৫০০ কোটি টাকা। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এই ভ্যাকসিনের দাম পড়বে আনুমানিক ১৪৫ টাকা। দু’টি ডোজের এই ভ্যাকসিন বিশেষ ভাবে তৈরি করা হয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 6 =