রাজ্যে অবৈধ বালি-খাদান নিয় ক্ষুব্ধ মুখ্যসচিব, কড়া পদক্ষেপের নির্দেশ

রাজ্যে অবৈধ বালি-খাদান নিয় ক্ষুব্ধ মুখ্যসচিব, কড়া পদক্ষেপের নির্দেশ

কলকাতা:  রাজ্যে অবৈধ বালি খাদান নিয়ে একের পর এক অভিযোগ আসছে৷ বিশেষ করে উত্তরবঙ্গের ডুয়ার্সে প্রচুর অবৈধ বালি খাদানের হদিশ মিলেছে৷ দক্ষিণবঙ্গেও অবৈধ বালি খাদানের অভিযোগ রয়েছে৷ বারবার অবৈধ বালি খাদান নিয়ে সতর্ক করা হয়েছে জেলা শাসকদের৷ তার পরেও অভিযোগ কমেনি৷ কেন কড়া পদক্ষেপ করা হচ্ছে না৷ এদিন ফের জেলা শাসকদের বালি খাদান নিয়ে সতর্ক করলেন মুখ্য সচিব৷ 

আরও পড়ুন- ‘ভুল বোঝাবুঝিতে পরিবর্তন হয়েছিল’, তৃণমূলে ফিরে অকপট বিশ্বজিৎ

অবৈধ বালি খাদান নিয়ে নাবান্ন থেকে জেলা প্রশাসনকে আরও একবার কঠোর নির্দেশ দেওয়া হল আজ। দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও নবান্ন সূত্রে খবর৷ বলা হয়েছে, কে বা কারা এর সঙ্গে যুক্ত তা চিহ্নিত করতে হবে৷ উল্লেখ্য, সম্প্রতি উত্তরবঙ্গের ডুয়ার্সে অবৈধ বালি পাচার নিয়ে সংবাদমাধ্যমের রিপোর্ট প্রকাশ্যে আসার প্রেক্ষিতে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এদিন জেলাশাসকদের এই নির্দেশ দেন। রাজ্য সরকার বারবার এই নিয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও এই ধরনের ঘটনা সামনে আসায় মুখ্য সচিব ক্ষোভ প্রকাশ করেছেন। জেলার পুলিশ সুপার, ডিএলআরও, ডিএফও- র মত আধিকারিকদের সক্রিয়তা বাড়ানোর কথাও বলা হয়েছে৷ যাতে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়৷ 

একই সঙ্গে ওভার লোডিং আটকাতে জেলার পুলিশ ও আরটিওদের আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব৷ তিনি বলেন,  ওভার লোডিং সংক্রান্ত সব তথ্য প্রত্যেকদিন রিপোর্ট আকারে পরিবহন দফতরে জমা দিতে হবে জেলা শাসকদের৷ জেলা শাসক ও পুলিশ সুপাররা এডিজি আইন-শৃঙ্খলার মধ্যস্থতায় পরিবহন দফতরে অনলাইনে এই রিপোর্ট জমা করবেন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *