বিধানসভায় জবাবি ভাষণে কেন্দ্রকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর, ফটো সেসন বয়কট বাম-কংগ্রেসের

বিধানসভায় জবাবি ভাষণে কেন্দ্রকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর, ফটো সেসন বয়কট বাম-কংগ্রেসের

935f9105dec7efab35d1ab6f2b424ff3

কলকাতা:  বিধান সভায় বাজেট আলোচনার উপর জবাবি ভাষণ দিতে গিয়ে কেন্দ্রের ব্যাপক সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সঙ্গে দৃঢ় কন্ঠে বললেন, ২০২১ এর বিধানসভা ভোটে তৃণমূলই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে৷ 

আরও পড়ুন- কারখানা বিক্রি করে বাংলার উন্নয়ন করবে বিজেপি? মোদীকে প্রশ্ন সিপিএমের

এদিন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়েও নমোর সমালোচনার জাবাব দেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, কেন্দ্রের পোর্টালে ২২ লক্ষ কৃষকের নাম রয়েছে৷ তার মধ্যে ৬ লক্ষ নামের তালিকা কেন্দ্র রাজ্যের কাছে পাঠিয়েছিল৷ যার মধ্যে আড়াই লক্ষ নাম ভেরিফিকেশন করে রাজ্য ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে৷ যাঁদের নাম ভেরিফিকেশন করে পাঠানো হয়েছে, তাঁদের টাকা দিতে শুরু করুক কেন্দ্র৷ পরবর্তীকালে পর্যায়ে ধাপে ধাপে ১ লক্ষ করে নাম সার্ভে করে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি৷   

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাবে কিষাণ সম্মান নিধি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছিলেন আজ বিানসভায় কার্যত তারই জবাব দিলেন মমতা বন্দ্যপাধ্যায়। তাঁর পাল্টা দাবি, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে খেত মজুর ও ভাগচাষীদেরও যুক্ত করুক কেন্দ্র৷ তিনি বলেন, আমরা চাই কৃষকরা টাকা পাক৷ কিন্তু কেন্দ্রের এই প্রকল্প অনুযায়ী যাঁদের ২ একর জমি যাঁদের রয়েছে, কেবলমাত্র সেই কৃষকরাই টাকা পাবেন৷ কিন্তু আমরা চাই ভাগচাষীদেরও এই প্রকল্পে যুক্ত করা হোক৷ 

এদিন বিধানসভায় আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রতিদিন নিয়ম করে মিথ্যে কথা বলে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এত নিষ্ঠুর-নির্দয় সরকার আমরা আগে দেখিনি৷ প্রসঙ্গত, আম্পানে বংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি৷ মুখ্যমন্ত্রী জানান, আম্পানে মাত্র ১০০০ কোটি টাকা অগ্রিম বাবদ কেন্দ্রীয় সরকার দিয়েছিল৷ কেন্দ্রের যে বিপর্যয় মোকাবিলা তহবিল রয়েছে, সেখান থেকেই এই টাকা দেওয়া হয়েছে৷ যা বাংলার প্রাপ্য৷ এছাড়া আর কোনও টাকা দেওয়া হয়নি৷ প্রতিনিয়ত বাংলাকে টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন-  কৈলাস গাইলেন রফির গান, মতুয়াদের অনুষ্ঠানে উদ্দাম নাচ তৃণমূল বিধায়কের

গতকাল বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী যে ভাবে রাজ্য সরকারকে আক্রমণ করেছিলেন, আজ কার্যত বিধানসভায় তারই জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এছাড়াও খোঁচা দিয়ে তিনি বলেন, বাজেট নিয়ে কেউ কেউ রাজনীতির কথা বলছেন। কেউ কেউ এটা ভোটের ইস্তাহার বলছেন। আর যদি ভোটের ইস্তাহারই হয়ে থাকে তাহলে কোনও অসুবিধা আছে কি?

এদিকে, বিধানসভায় ফটো সেসন বয়কট করেছে বাম কংগ্রেস জোট। শনিবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ১৬তম অধিবেশনে সমস্ত বিধায়কদের নিয়ে ফটো সেশন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *