কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনার শেষ নেই। তবে এই গরমাগরম পরিস্থিতির মধ্যেও যেন একটু অন্যরকম পরিবেশ তৈরি করতে চাইলেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির নেতারা। নিতান্তই খোশমেজাজে ধরা দিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং তৃণমূল বিধায়ক ধীমান রায়। একজন গাইলেন বিখ্যাত গায়ক মহম্মদ রফির গান, অন্যজন প্রাণবন্ত হয়ে নাচলেন সুরের তালে তালে। যদিও দুটি ঘটনায় সম্পূর্ণ আলাদা জায়গার।
হাওড়ার উলুবেড়িয়ায় বাগনানের রথ ইউনাইটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল এক গণবিবাহ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে স্বনামধন্য শিল্পী মহম্মদ রফির গান গাইতে শোনা গেল ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে। ওই গন বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে কন্যাদানের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন কৈলাস। তারপর সেখানে একই মঞ্চে উপস্থিত থাকা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের তরফে গান করার অনুরোধ পেয়ে রফির গান সেখানে উপস্থিত সকলকে শোনান কৈলাস বিজয়বর্গীয়। একেবারে পেশাদার গায়কের মত ‘নীলকমল’ ছবির এক বিখ্যাত গান যা গেয়েছিলেন মহম্মদ রফি, গাইতে শুরু করেন কৈলাস বিজয়বর্গীয়। গানের পর সেখানে উপস্থিত সকলে জোর কদমে হাততালি দিতে থাকে। তার সুরেলা কন্ঠে মুগ্ধ হন সকলেই।
আরও পড়ুন: ‘পাঠান, ইংরেজ, কংগ্রেস, সিপিএমকে তাড়িয়েছি, এবার তৃণমূলকে তাড়াবো’, হুঙ্কার দিলীপের
অন্যদিকে, অশোকনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক ধীমান রায় মতুয়া সম্প্রদায়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সকলের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচেন। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। একইভাবে কৈলাস বিজয়বর্গীয়র গানের ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। তবে আপাতত কৈলাস বিজয়বর্গীয় গান নিয়ে কোনরকম কটাক্ষ না শুরু হলেও ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস বিধায়ক ধীমান রায়কে কটাক্ষ করছে বিজেপি। তাদের দাবি, শুধুমাত্র মতুয়া সম্প্রদায়ের মন জিততে এবং তাদের আস্থা পেতে অনুষ্ঠানে যোগ দিয়ে নাচচেন অশোকনগরের বিধায়ক। তবে এর পাল্টা বক্তব্য পেশ করে ধীমান রায় জানিয়েছেন, মতুয়া সম্প্রদায় বরাবর তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছে এবং থাকবে। আলাদা করে তাদের মন পাবার দরকার থাকে না।
আরও পড়ুন: তুষার ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড, বাঁধ ভেঙেছে মোদী-শাহের জন্যে, তোপ দাগলেন কল্যাণ