বনগাঁ: মুখ্যমন্ত্রীর জনসভায় বিশৃঙ্খলা৷ বেজায় চটলেন তিনি৷ এদিন গোপালনগরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুরু করতেই হুড়োহুড়ি পড়ে যায়৷ ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করেন কিছু মানুষ৷ ফলে শুরুতেই তাল কাটে৷ বক্তব্য থামাতে হয় তাঁকে৷ পরে তিনি নিজে মঞ্চ থেকে দাঁড়িয়ে ভিড় সামলান৷ ব্যারিকেড টপকে মেয়েদের এগিয়ে আসার নির্দেশ দেন৷ সকলকে ঠিক মতো বসিয়ে তার পর ফের বক্তব্য শুরু করেন৷ এই বিশৃঙ্খলার জেরে প্রায় ৩-৪ মিনিট থামতে হয় তাঁকে৷
আরও পড়ুন- সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতালে দেখে এলেন মমতা
এই বিশৃঙ্খলা থামতেই প্ল্যাকার্ড হাতে কিছু অস্থায়ী কর্মী নিজেদের দাবি জানাতে শুরু করেন৷ যা দেখে প্রকাশ্যেই মেজাজ হারান তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাকে প্ল্যাকার্ড দেখিয়ে লাভ নেই৷ যা দাবি রয়েছে তা দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে লিখিত আকারে জমা দিন৷’’ তিনি বলেন, ‘‘সারাক্ষণ শুধু চাই চাই৷ কত আর দেব? দেওয়ারও একটা সীমাবদ্ধতা আছে৷ বলবারও একটা জায়গা আছে৷ কোনও দাবিদাওয়া থাকলে আমার বাড়িতে বা সরকারি দফতরে গিয়ে তা জানান৷ আমি সমস্যা সমাধানের চেষ্টা করব৷ রাজনৈতিক সভায় সরকারি কাজ করা যায় না৷ করব না৷ আপনারা আমার সভা নষ্ট করে দিলেন৷’’
আরও পড়ুন- আমাকে প্ল্যকার্ড দেখিয়ে লাভ নেই, অস্থায়ী কর্মীদের ভর্ৎসনা মমতার
মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রতিটি সভায় প্ল্যাকার্ড হাতে কয়েক জনকে পাঠিয়ে দেওয়া হচ্ছে৷ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য৷ পরিবর্তী সভায় যাতে এই অবস্থার পুনরাবৃত্তি না হয় সেই হুঁশিয়ারিও দেন তিনি৷