কলকাতা: শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে প্রাক্তন মু্খ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷ তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে৷ বুধবার সন্ধ্যায় দুর্গাপুর থেকে ফিরেই বুদ্ধদেববাবুকে দেখতে হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানান, বুদ্ধদেব ভট্টাচার্যকে ভেন্টিলেশনে রাখা হয়েছে৷ যাতে তাঁর জীবন বাঁচানো যায়৷ সব রকম ভাবে চেষ্টা করা হচ্ছে৷
আরও পড়ুন- ‘আমার মতো কেউ কাজ করতে পারলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব’, চ্যালেঞ্জ মমতার
উডল্যান্ডস হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রক্তে কার্বডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷ তিনি অচৈতন্য অবস্থায় রয়েছে৷ তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন৷ তাঁর অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন৷ আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি৷ বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আমরা তাঁকে সম্মান করি৷ তাঁর পরিবারের প্রতি আমরা সমব্যথী৷ তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটাই আমাদের কামনা৷ তিনি আরও বলেন, এই হাসপাতালে কোভিডেরও একটা বিভাগ রয়েছে৷ চিকিৎসক, নার্স ছাড়াও এখানে অনেক কোভিড যোদ্ধারা আছেন৷ সকলেই ধন্যবাদ জানান তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে৷ বুদ্ধদেব বাবুর পরিবারের পাশে থাকার বার্তাও দেন তিনি৷ তাঁর মেয়ের সঙ্গেও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সরকারি হাসপাতালের চিকিৎসকদের কোনও সহযোগিতা প্রয়োজন হলে রাজ্য সরকার তা দিতে প্রস্তুত বলেও জানান মুখ্যমন্ত্রী৷ পিজির একজন চিকিৎসক ইতিমধ্যেই উডল্যান্ডসে আছেন বলেও হাসপাতাল সূত্রে খবর৷
আরও পড়ুন- আমাকে প্ল্যকার্ড দেখিয়ে লাভ নেই, অস্থায়ী কর্মীদের ভর্ৎসনা মমতার
মুখ্যমন্ত্রী হাসপাতালে পৌঁছনোর আগে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে সেখানে পাঠিয়েছিলেন তিনি৷ এদিন দুপুরেই ইডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে৷ তাঁর শরীরে অক্সিজেনের মাত্র অনেকটাই কমে গিয়েছে৷ দীর্ঘ দিন ধরে শ্বাস কষ্টে ভুগলেও হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হওয়ায় তিনি আরও বেশি করে অসুস্থ হয়ে পড়েন৷ অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে গিয়েছে৷ বেড়েছে কার্বন ডাই অক্সাইডের মাত্রা৷ আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে৷