বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্টের সামনে আইনজীবীদের বিক্ষোভ, ঘেরাও

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্টের সামনে আইনজীবীদের বিক্ষোভ, ঘেরাও

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা: এজলাস বয়কটের দাবিতে ১৭ নম্বর কোর্টে আইনজীবীদের একাংশের তুমুল বিক্ষোভ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্টের সামনে চলে বিক্ষোভ, ঘেরাও। কোর্টের ভিতরে কোনও আইনজীবীকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন- হাঁসখালি-কাণ্ড দ্বিতীয় নির্ভয়া কেস, গলায় গামছা দিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত: শুভেন্দু

সম্প্রতি একাধিক মামলায় পর পর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গাপাধ্যায়৷ আইনজীবীদের একাংশের প্রশ্ন, নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে কেন ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে সরব হলেন তিনি? সেই প্রতিবাদেই বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কোর্ট বয়কট করেন তৃণমূলের আইনজীবী সেলের সদস্যরা। কোর্টের বাইরে তুমুল হই হট্টোগোল শুরু করেন তাঁরা৷ 

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, জুনিয়র মহিলা অ্যাডভোকেট মনে হয় কিছু বলতে চাইছেন। তাঁরা চিৎকার করছেন। ম্যাডাম আপনাদের সমস্যা কোথায়? আমাকে বলুন৷ দয়া করে শান্তি বজায় রাখুন৷  এর পরেই বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, যাঁরা মামলার সঙ্গে যুক্ত নন, তাঁদের এখান থেকে চলে যেতে বলুন। এই কোর্টের সামনে কেন ভিড় করেছেন আপনারা?  এ ভাবে চিৎকার করলে কি শুনানি হওয়া সম্ভব?

অন্যদিকে, আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, “এখাবে কী হচ্ছে? আগে অরুণাভদাকে ঘেরাও করা হয়েছিল। আজকে এখানে চিৎকার করা হচ্ছে। এটা তো গুন্ডামি!” আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্ট বয়কট করতে চেয়ে প্রস্তাব পাশ করাতে চেয়েছিলেন বিক্ষুব্ধ আইনজীবীরা। কিন্তু তা করা যায়নি৷