ভিক্টোরিয়ার পুনরাবৃত্তি! বন্দেভারতের উদ্বেধনে মমতাকে দেখেই ‘জয় শ্রীরাম’ স্লোগান, মঞ্চেই উঠলেন না মুখ্যমন্ত্রী

ভিক্টোরিয়ার পুনরাবৃত্তি! বন্দেভারতের উদ্বেধনে মমতাকে দেখেই ‘জয় শ্রীরাম’ স্লোগান, মঞ্চেই উঠলেন না মুখ্যমন্ত্রী

কলকাতা:  ভিক্টোরিয়ার পুরনাবৃত্তি এবার হাওড়ায়৷ বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধনে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখামাত্র উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান৷ কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে আরও একবার অস্বস্তিতে পড়লেন মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন- ভাড়া নিজেরাই ঠিক করতে চান বেসরকারি বাসমালিকরা, বড় অভিযোগ রাজ্যের বিরুদ্ধে

 

এদিন হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে উপস্থিত দর্শকদের একাংশের বিরুদ্ধে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মঞ্চ থেকে তড়াঘড়ি স্লোগান দেওয়া জনতাকে থামানোর চেষ্টা করেন। রেলের অন্যান্য পদস্থ আধিকারিকরাও অপ্রস্তুত হয়ে পড়েন৷ অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর চেষ্টা শুরু করেন। এদিকে, ‘জয় শ্রীরাম’ স্লোগান শোনার পরই গম্ভীর মুখে দাঁড়িয়ে পড়েন মমতা৷ তিনি যে এই ঘটনায় অসন্তুষ্ট, তা তাঁকে দেখে সহজেই বোঝা যাচ্ছিল। বন্দে ভারতের উদ্বোধনের মঞ্চে উঠবেন না বলেও জানিয়ে দেন। তখন এগিয়ে আসেন খোদ রেলমন্ত্রী৷ তিনি হাতজোড় করে তাঁকে মঞ্চে ওঠার অনুরোধ জানান। কিন্তু, সেই অনুরোধে কাজ হয়নি৷ মঞ্চের পাশে রাখা একটি চেয়ারে বসে পড়েন মুখ্যমন্ত্রী। অবশেষে নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুরোধে বক্তব্য রাখতে রাজি হন৷ তবে মঞ্চে তিনি ওঠেননি৷ মঞ্চের নীচেই সবুজ পতাকা ধরে দাঁড়িয়ে থাকেন৷  সেখান থেকে বক্তব্যও রাখেন৷ 

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেন তিনি। তাঁর মুখে শোনা যায় জোকা-তারাতলা মেট্রোর প্রসঙ্গও। রেলমন্ত্রী থাকার সময় এই মেট্রো প্রকল্পের শিলান্যাস করেছিলেন তিন। শুক্রবারই সবুজ পতাকা দেখিয়ে এই মেট্রোপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উল্লেখ্য, এর আগেও মমতার সামনে জয় শ্রীরাম স্লোগান উঠেছে৷ ২০২১ সালের ২৩ জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রকের একটি অনুষ্ঠানে মমতা বক্তব্য রাখতে উঠলে, দর্শকাসন থেকে জয় শ্রীরাম স্লোগান ওঠে। সেই সময়ও সামনের সারিতে বসে থাকা কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির নেতারা স্লোগান থামানোর চেষ্টা করেছিলেন৷ কিন্তু ব্যর্থ হন৷