কলকাতা: কলকাতা: কলকাতা হাইকোর্টের পুজো সংক্রান্ত নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন মামলাকারী অজয় কুমার দে৷ তাঁর দাবি, এখনও সবার করোনা টিকার দুটি ডোজ নেওয়া হয়নি৷ বন্ধ রয়েছে স্কুল-কলেজ, সাধারণের জন্য লোকাল ট্রেন চলানোর অনুমতি মেলেনি৷ তারপরও কেন ছাড়? জানা গিয়েছে আজই মামলা দায়ের করা হবে৷ সোমবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে৷
আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা: চার্জশিট পেশ সিবিআইয়ের, নন্দীগ্রামে অভিযুক্ত ৩
অন্যদিকে, কালীপুজোয় বাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে। জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তবে কালীপুজোয় বাজি পোড়ানো সংক্রান্ত এই জনস্বার্থ মামলার শুনানি হবে অবসরকালীন বেঞ্চে। গতবছর করোনা আবহে বাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট।