ভোট পরবর্তী হিংসা: চার্জশিট পেশ সিবিআইয়ের, নন্দীগ্রামে অভিযুক্ত ৩

ভোট পরবর্তী হিংসা: চার্জশিট পেশ সিবিআইয়ের, নন্দীগ্রামে অভিযুক্ত ৩

কলকাতা: ভোট-পরবর্তী হিংসা হামলায় প্রথম থেকেই তৎপরতা দেখিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। বিজেপি শুরু থেকেই যেই হিংসার অভিযোগ সামনে এনেছিল তারপর থেকে রাজ্যের একাধিক জায়গায় তদন্ত অভিযান চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিধানসভা নির্বাচনের সবথেকে হাইভোল্টেজ কেন্দ্রীয় নন্দীগ্রামেও গিয়েছিল তাদের প্রতিনিধি দল। এবার সেখানের ভোট-পরবর্তী অশান্তি মামলায় চার্জশিট দিল সিবিআই। চার্জশিটে অভিযুক্ত ৩ জন।
বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে নন্দীগ্রামের এক বিজেপি কর্মীর দেবব্রত মাইতিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই এবং এবার চার্জশিট পেশ করা হল। জানা গিয়েছিল, ওই ব্যক্তিকে প্রচণ্ড মারধর করার কারণে তিনি গুরুতর আহত হয়েছিলেন এবং প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হলে তার মৃত্যু হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারধরের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং শুধু তাই নয় অনেক বিজেপি কর্মী এবং সদস্যদের ঘরছাড়া করা হয়েছে ভয় দেখিয়ে। সেই প্রেক্ষিতেই গোটা বিষয়টি তদন্তে নেমেছে সিবিআই।
কলকাতা হাইকোর্ট আগেই জানিয়েছিল যে, এই মামলায় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ যে অভিযোগগুলি রয়েছে, সেগুলো খতিয়ে দেখবে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (সিট)।সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে কাজ করবে সিট৷ অন্যদিকে খুন, অস্বাভাবিক মৃত্যু, ধর্ষণের মতো গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্ত করবে সিবিআই৷ পাশাপাশি বলা হয়েছে, ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবে রাজ্য সরকার৷ ভোট পরবর্তী হিংসায় কলকাতা হাই কোর্টে ৬টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 7 =