পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি থেকে টাকা বিলি হচ্ছে! বিস্ফোরক অভিযোগ মমতার

পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি থেকে টাকা বিলি হচ্ছে! বিস্ফোরক অভিযোগ মমতার

সোনাচূড়া: বহিরাগত গুন্ডাদের নিয়ে আসে জায়গায় জায়গায় টাকা বিলি করে ভোট কিনতে চাইছে বিজেপি এমন অভিযোগ এর আগে অনেকবার তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোনাচূড়ায় জনসভা করে তিনি আরো বিস্ফোরক মন্তব্য করে বললেন, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়ি থেকে টাকা বিলি করা হচ্ছে! বিজেপি এইভাবে মানুষকে ভয় দেখিয়ে তাদের ভোট কিনতে চাইছে। কিন্তু এই প্রেক্ষিতে মমতার পরামর্শ, টাকা দিলে খেয়ে নিন আর শাড়ি দিলে পর্দা বানিয়ে নিন! কারণ বিজেপির চিহ্ন ঘরে রাখলে পাপ হবে।

দ্বিতীয় দফার নির্বাচনে নন্দীগ্রামে উত্তাপ সর্বোচ্চ মাত্রায় পৌঁছোবে। সেখানে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। দ্বিতীয় দফার নির্বাচনের জন্য আজ অন্তিম পর্যায়ের প্রচার চালাচ্ছে দলগুলি। সেই প্রেক্ষিতে আজ সোনাচূড়ায় জনসভা করে বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নন্দীগ্রাম থেকে বাংলা পর্যন্ত বিজেপিকে বোল্ড আউট করতে হবে এবং কেউ যাতে ভয় না পান। মমতার অভিযোগ, বিজেপি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়ি থেকে টাকা বিলি করছে এবং উত্তর প্রদেশ, বিহার থেকে বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে মানুষকে ভয় দেখাচ্ছে। মমতা আরো বলছেন, হোটেলে বসে টাকা বিলি করা হচ্ছে এবং এই টাকার মধ্যে রয়েছে পিএম কেয়ার ফান্ডের টাকাও। তাই সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, টাকা দিলে যেন সবাই খরচ করে দেন কারণ সেই টাকা জনগণেরই টাকা। এর পাশাপাশি বহিরাগত গুন্ডাদের প্রসঙ্গে নির্বাচন কমিশনকেও একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যারা বিজেপির হয়ে প্রচারে আসছেন সেই সব নেতাদের পেছনে শয়ে শয়ে বাইক আর গাড়ি। কিন্তু নিয়ম অনুযায়ী এত গাড়ি থাকা উচিত নয়। সেই ব্যাপারেও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না। 

আরও পড়ুন-“রোদে ঘুরে কাজ করি, তাই করোনা হবে না”, দাবি বিজেপি প্রার্থীর

মমতার আরো সংযোজন, তৃণমূল কংগ্রেসের কাছে খবর আছে যে বিজেপি ইচ্ছা করে নিজেদের মেয়েকে খুন করছে, তারপর তাদের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে। এর পাশাপাশি বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বাংলায় বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + eighteen =