ফের গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী, অশোকনগরে গুলিবিদ্ধ দুই তৃণমূল কর্মী

ফের গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী, অশোকনগরে গুলিবিদ্ধ দুই তৃণমূল কর্মী

অশোকনগর:  শীতলকুচির ঘটনা উস্কে ফের চলল গুলি৷ উত্তর ২৪ পরগণার  অশোকনগরের ট্যাংরায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ৷  পা লক্ষ্য করে  হাঁটুর নীচে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ৷ এই অভিযোগের ভিত্তিতেই নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করে।  এক ঘন্টার মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷

আরও পড়ুন- ‘আদিবাসীদের জন্য কম কিছু কাজ করিনি’, নিজের প্রশংসায় পঞ্চমুখ মমতা!

ষষ্ঠ দফার ভোটে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে উত্তর ২৪ পরগণার  অশোকনগরের ট্যাংরা৷ বুথের সামনে চলে দেদার বোমাবাজি৷ ভোট কর্মীদের বাসে ভাঙচুর চালানো হয়৷ এরই মধ্যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী৷ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে দু’জন জখম হয়েছেন বলেও দাবি তাঁর৷ ঘটনার সূত্রপাত সকাল ১১টা ২০ নাগাদ৷ এদিন বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী অশোকনগরে ট্যাংরা প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ নম্বর বুথে আসার পরই ঝামেলা বাধে৷ অভিযোগ, তাঁকে দেখে কয়েকজন তৃণমূল কর্মী এখানে বিক্ষোভ দেখাতে শুরু করে৷ এর পরেই দুপক্ষের সংঘর্ষ বাধে৷ তিন-চারটে বোমা পড়ে৷ এর পরেই কেন্দ্রীয় বাহিনী দু’পক্ষের হামলাকারীদের ধাওয়া করে গ্রামের দিকে নিয়ে যায়৷ দু’জনকে গ্রেফতারও করা হয়েছে৷

তবে তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর চাঞ্চল্যকর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী গ্রামবাসীদের উপর গুলি চালিয়েছে৷ গুলিবিদ্ধ হয়েছেন দুই তৃণমূল কর্মী৷ তাঁদের পায়ে গুলি লেগেছে এবং তাঁদের বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এর পরেই এলাকায় আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়৷ এসেছে কিউআরটি টিম৷ এলাকায় টহল দিচ্ছে বাহিনী৷ কিন্তু কেন গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী? প্রশ্ন তোলে তৃণমূল৷ যদিও অশোকনগরে গুলি চালানোর অভিযোগ খারিজ করে দেয় কমিশন৷ অশোকনদরে গুলি চলেনি বলেই জানায় তাঁরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − twelve =