‘আদিবাসীদের জন্য কম কিছু কাজ করিনি’, নিজের প্রশংসায় পঞ্চমুখ মমতা!

‘আদিবাসীদের জন্য কম কিছু কাজ করিনি’, নিজের প্রশংসায় পঞ্চমুখ মমতা!

57bce216dd2c35fbeac08561d97e92ce

তপন: “তৃণমূলের আর এক নাম উন্নয়ন”, রাজ্য জুড়ে ষষ্ঠ দফার ভোট চলাকালীন দক্ষিণ দিনাজপুরের তপনের জনসভা থেকে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তপশিলি জাতির জন্য সংরক্ষিত আসন তপনে মমতা বলেন, “আদিবাসীরা আমার ভাই-বোন। আদিবাসীরা আমার সম্পদ। আদিবাসীদের জন্য কিন্তু কম কাজ করিনি।”

বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের ৪ জেলায় চলছে ষষ্ঠ দফার নির্বাচন। ক্ষণে ক্ষণে উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন বিধানসভা কেন্দ্র। তার মাঝেই দক্ষিণ দিনাজপুরের তপনে নির্বাচনী জনসভা করলেন মমতা। মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বললেন, “তৃণমূলের ১০ বছরের রিপোর্ট কার্ড দেখে ভোট দিন। ১০ বছরে আমরা অনেক কাজ করেছি। ভোটে জিতে সরকার গড়লে আরও অনেক কাজ বাকি আছে। গঙ্গারামপুর, বালুরঘাট, তপনে একাধিক সমস্যার সমাধান করা হয়েছে। প্রচুর নতুন রাস্তা হয়েছে। শুধু তপনেই ৬৫টিরও বেশি রাস্তা তৈরি করা হয়েছে। গত ৭০ বছরে বাংলায় ২৫ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছিল। সেখানে তৃণমূল সরকার গত ১০ বছরে ৯৫ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে।” মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, “তপনের একটি গুরুত্বপূর্ণ সমস্যার জলের সমস্যা। সেটিরও সমাধানের চেষ্টা চলছে। প্রচুর গভীর নলকূপ বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ইতিমধ্যেই। আগের নির্বাচনে এখানকার লোকজন বিজেপিকে ভোট দিয়ে জিতেয়েছিল। মনে রাখবেন আপনাদের জন্য তৃণমূল সরকার যে কাজ করেছে সেটা অন্য কেউ করবে না।”

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, “আদিবাসীরা আমার সম্পদ। এই আসনটি আদিবাসীদের জন্য সংরক্ষিত। ওদের জন্য আমি কম কিছু করিনি। আদিবাসীদের জন্য আইন বানিয়ে দিয়েছি যাতে আদিবাসীদের জমি কেউ দখল করে না নিতে পারে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ, “বাড়িতে বসে রেশন‌ চান? তাহলে তৃণমূলকে ভোটটা দিন। একেবারে দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *