কলকাতা: কয়লাকাণ্ডে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে৷ ২৪ ঘণ্টার মধ্যে তার জবাবও দিয়েছেন তিনি৷ আজ মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়তে চলেছেন রুজিরা৷ গত রবিবার তাঁকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই-এর তিন সদস্যের দল৷ এই মামলার তদন্তে যোগ দেওয়ার কথা বলা হয় তাঁকে৷
আরও পড়ুন- ‘দুয়ারে সিবিআই’! কয়লাকাণ্ডে তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর!
সিবিআই-এর এই নোটিশের জবাবে রুজিরা বলেন, ‘‘ কোন বিষয়ে এবং কেন আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে জানা নেই৷ ২৩ ফেব্রুয়ারি ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে আমার বাসভবনে আপনাদের সুবিধা মতো আসতে পারেন৷’’ সেই সঙ্গে রুজিরা জানান, ‘‘দয়া করে আপনাদের সময়সূচি আগে থেকে জানিয়ে দেবেন৷’’ সেই মতই আর কিছুক্ষণের মধ্যেই হরিশ মুখার্জী রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ‘শান্তিনিকেতন’-এ হানা দিতে পারে সিবিআই কর্তারা৷ রুজিরার জবাব আসার পরই নিজাম প্যালেসে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিল সিবিআই৷ আলোচনার ভিত্তিতে তৈরি করা হয় আট পাতার প্রশ্নপত্রও৷ তাঁর কাছ থেকে মূলত ব্যাংককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হবে বলে খবর।
জানা গিয়েছে, অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই-এর টিমের সঙ্গে থাকবেন তিনজন আইনজীবীও৷ তাঁরা সিবিআই-এর আইনি উপদেষ্টা দলের সদস্য৷ তাঁদের মধ্যে দু’জন এসেছেন দিল্লি থেকে৷ একজন কলকাতার৷ এদিন দুই মহিলা আধিকারিক সহ মোট ছয়জন সিবিআই অফিসার যাতে পারেন ‘শান্তিনিকেতনে’৷ রুজিরার বয়ানের ভিডিয়োগ্রাফি করা হতে পারে বলেও সূত্রের খবর৷ তবে জিজ্ঞাসাবাদের সময় এই ভাবে আইনজীবীদের সঙ্গে রাখার ঘটনা বিরল বলেই একাংশের দাবি৷
আরও পড়ুন- বঙ্গে ভোটের প্রস্তুতি কেমন? ফের রাজ্যে আসছেন সুদীপ জৈন
রবিবার রুজিরার বাসভবনে মিনিট ২০ থাকেন সিবিআইয়ের ৫ আধিকারিক৷ দেওয়া হয় নোটিশ৷ আইপিসির বেশ কিছু ধারায় এই নোটিশ জারি করা হয়েছে৷ রুজিরার বোন মেনকা গম্ভীরকেও জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ দিয়েছে সিবিআই৷ পঞ্চসায়রে সোমবার বেলা বারোটা বাজতে পাঁচ মিনিটে কয়লা পাচারকাণ্ডের তদন্তকারী অফিসার উমেশ কুমার-সহ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ৮ জন আধিকারিক পৌঁছে যান মেনকা গম্ভীরের আবাসনে। যার মধ্যে ছিলেন দু’জন মহিলা অফিসার৷