Aajbikel

লালনকাণ্ডে আধিকারিকদের বিরুদ্ধে করা FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টে CBI

 | 
হাইকোর্ট সিবিআই

কলকাতা: বগটুই-কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে ৭ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ৷ এবার পাল্টা আইনি পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পুলিশের  দায়ের করা এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টেের দ্বারস্থ কেন্দ্রীয় সংস্থা৷ এ নিয়ে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আজ বিকেল ৩টেয় মামলার শুনানি৷ 

আরও পড়ুন- লালনের রহস্য মৃত্যুতে CBI-এর বিরুদ্ধে FIR, তালিকায় কেষ্টকে গ্রেফতার করা অফিসার!

সিবিআই হেফাজতে থাকাকালীন বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালনের রহস্যমৃত্যুতে সাত সিবিআই অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা (খুন, তোলাবাজি)-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে সিবিআইয়ের ডিআইজি এবং এএসপির বিরুদ্ধে৷ এই ৭ আধিকারিকের মধ্যে অন্যতম উল্লেখ্য সুশান্ত ভট্টাচার্যের নামে৷ গরু পাচার মামলার তদন্তকারী আধিকারিক হিসাবে বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিলেন তিনি৷ এই মামলায় রাজ্য পুলিশের দায়ের করা এফআইআরকে চ্যালেঞ্জ করে এ বার কলকাতা হাই কোর্টে গেল সিবিআই। আদালতের কাছে তাদের আবেদন, সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর খারিজ করা হোক। এই বিষয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে করলে মামলা করার অনুমতি দেয় বিচারপতি জয় সেনগুপ্ত৷ বুধবার বিকেল ৩টেয় সেই মামলার শুনানি হওয়ার কথা৷ লালনের মৃত্যুর তদন্তভার দেওয়া হয়েছে সিআইডি-র হাতে৷ 

Around The Web

Trending News

You May like