রামপুরহাট: বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যু ঘিরে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি৷ এবার এই ঘটনায় এফআইআর দায়ের করল পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুনের অভিযোগ)-সহ একাধিক ধারায় সিবিআইয়ের ডিআইজি এবং এএসপি-সহ মোট ৭ জনের নামে মামলা রুজু করা হয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সুশান্ত ভট্টাচার্য। কারণ, এই সুশান্ত ভট্টাচার্যই গরু পাচার মামলার তদন্তকারী অফিসার হিসাবে কাজ করছেন। শুধু তাই নয়, গরু পাচার কাণ্ডে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিলেন তিনি। লালনের রহস্যমৃত্যুর এফআইআরে সেই অফিসারের নাম থাকায় অনেকেই বিস্মিত৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক সিবিআই আধিকারিক এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন।
আরও পড়ুন-ডিসেম্বরেও শীতের দেখা নেই, বাড়ছে তাপমাত্রা, কবে পড়বে ঠাণ্ডা? কী বলছে হাওয়া অফিস
পুলিশ সিবিআই-এর ৭ জন অফিসারের বিরুদ্ধে যে ক’টি ধারায় মামলা করেছে, তার সবটাই জামিন অযোগ্য ধারা। তাঁদের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি ইত্যাদির অভিযোগ আনা হয়েছে। নিহত লালন শেখের স্ত্রী রেশমা বিবির অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর বলে পুলিশ সূত্রে খবর।
প্রসঙ্গত, সোমবার বিকেলে রামপুরহাটের অস্থায়ী সিবিআই ক্যাম্পের শৌচাগার থেকে উদ্ধার হয় লালনের ঝুলন্ত দেহ৷ সিবিআই-এর দাবি, লালন ‘আত্মহত্যা’ করেছেন। অন্যদিকে সিবিআই-এর বিরুদ্ধে লালনকে খুনের অভিযোগ আনা হয়েছে৷ সিবিআই-এর বিরুদ্ধে হুমকি, টাকা চাওয়া, মারধর, বাড়ির আসবাবপত্র ভাঙচুর-সহ একগুচ্ছ অভিযোগ করেন তিনি। এর মধ্যে রয়েছে সুশান্তের নামও৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>