কলকাতা: কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এবার তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে তলব করল সিবিআই৷ আগামীকাল সকাল ১১টা নাগাদ ক্যানিং পূর্বের বিধায়ককে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে৷ পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ও ব্যাঙ্ক স্টেটমেন্ট সঙ্গে আনতে বলা হয়েছে সওকত মোল্লাকে৷ তাঁর নামে কোনও কোম্পানি থাকলে সেই সংক্রান্ত নথিও সঙ্গে আনার নির্দেশ দেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷
আরও পড়ুন- তিলোত্তমাকে দূষণ মুক্ত করতে হবে! ‘ডেডলাইন’ বানিয়ে ফেলল রাজ্য
এদিকে, সিবিআই-এর নোটিস পেয়ে সওকত মোল্লা বলেন, রাজনৈতিক উদ্দেশে কয়লা পাচারে নাম জড়ানো হয়েছে৷ সিবিআই-কে দিয়ে ডাকা হচ্ছে৷ আগামীকাল নিজাম প্যালেসের অ্যান্টি করাপশন ব্রাঞ্চে ১৫ তলার অফিসে হাজিরা দিতে হবে তাঁকে৷ সিবিআই সূত্রে খবর, কয়লা পাচারকাণ্ডের তদন্ত করতে গিয়ে তাঁরা জানতে পারেন, আসানসোল থেকে অবৈধভাবে খনি থেকে যে কয়লা তোলা হত, তা পৌঁছে যেত রাজ্যের বিভিন্ন জেলায়৷ ক্যানিংয়ে যে ইটভাটা রয়েছে, সেখানেও প্রতি মাসে প্রচুর পরিমাণে কয়লা যেত বলে খবর৷ কয়লা নিয়ে যাওয়ার সময় প্রোটেকশন মানি হিসাবে লাখ লাখ টাকা তোলা হত৷ সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন, এই ঘটনায় বিভিন্ন ব্যক্তির বয়ান রেকর্ড করার সময়েই সওকত মোল্লার নাম উঠে আসে৷ প্রোটেকসন মানি হিসাবে যে টাকা তোলা হত, তা কোনও ভাবে সওকত মোল্লার কাছে পৌঁছেছে কিনা, তা জানতে চায় সিবিআই৷ তবে কয়লাপাচারের সঙ্গে তাঁরা সওকত মোল্লার যোগ পেয়েছেন বলে জানাচ্ছেন সিবিআই আধিকারকরা৷ সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ বলে জানাচ্ছে সিবিআই৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>