গরুপাচার কাণ্ডে সাংসদ-অভিনেতা দেবকে CBI নোটিস! নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

গরুপাচার কাণ্ডে সাংসদ-অভিনেতা দেবকে CBI নোটিস! নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

কলকাতা: গরু পাচার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়৷ গরু পাচার মামলায় এবার তলব করা হল অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে৷ আগামী ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে সিবিআই দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ জেরায় সাক্ষীদের বয়ানে দেবের নাম উঠে এসেছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার৷ একাধিক তথ্য-প্রমাণের ভিত্তিতে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ 

আরও পড়ুন- মমতার নির্দেশ অমান্য! অরূপকে সরিয়ে কোর্অর্ডিনেটরের দায়িত্বে কুণাল ঘোষ ও সওকত মোল্লা

সিবিআই সূত্রে জানা গিয়েছে, গতকালই গরু পাচারকাণ্ডে তৃণমূল সাংসদ দেবকে নোটিশ পাঠানো হয়েছে৷ আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে৷ সূত্রের খবর, ওই দিন গরু পাচারকাণ্ডের তদন্তকারী অফিসাররা আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখেই দেবকে জিজ্ঞাসাবাদ করবেন৷  মাস ছয় আগে প্রথম গরু পাচারকাণ্ডের তদন্তে অভিনেতা-সাংসদ দেবের নাম উঠে আসে৷ সাক্ষীদের সেই বয়ানকে সামনে রেখেই এতদিন ধরে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চালাচ্ছিলেন অফিসাররা৷ 

গরু পাচারকাণ্ডের অন্যতম পাণ্ডা এনামূল হকের ডায়েরি থেকেও বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ ওই ডায়েরি জমা দেওয়া হয়েছিল আসানসোল আদালতেও৷ এছাড়াও এনামূলের একধিক কর্মী, যাঁরা টাকার লেনদেন করত তাঁদের বয়ানেও উঠে আসে দেবের নাম৷ সিবিআই সূত্রে খবর, কোনও একজন নয়, একাধিক সাক্ষীর বয়ানে দেবের নাম উঠে এসেছে৷ তবে দেবের সঙ্গে গরু পাচারকাণ্ডের সম্পর্ক এখনও স্পষ্ট নয়৷ সিবিআই-এর নোটিসেও এ ব্যাপারে স্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি৷ তবে  গরু পাচারের লভ্যাংশের টাকার ক্ষেত্রে কিছু প্রভাবশালী ব্যক্তির যোগ স্পষ্ট হয়েছে বলে জানতে পেরেছে সিবিআই৷ এদিকে সিবিআই-এর নোটিশ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি দেব৷  


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =